রাহুলের ভারত জোড়ো যাত্রার গিয়ে বেকার হলেন শিক্ষক

Written by SNS December 4, 2022 12:09 pm

ভোপাল, ৪ ডিসেম্বর– রাহুল গান্ধির মধ্যপ্রদেশে ১২ দিনের যাত্রা রবিবার শেষ হচ্ছে। সেই যাত্রা নিয়েই শোরগোল বারওয়ানি জেলার একজন শিক্ষককে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের স্কুল শিক্ষা বিভাগ চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে সে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিয়েছে।

স্কুল শিক্ষা দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ওই শিক্ষক জরুরি কাজ আছে বলে স্কুল থেকে ছুটি নিয়েছিলেন। তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছিল। কিন্তু ভারত জোড়ো যাত্রায় যোগ দেওয়াতে পদক্ষেপ করা হয়েছে। ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের কর্মসূচি।

মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তুমুল শোরগোল শুরু হয়েছে। কংগ্রেস বলেছে, বিজেপির কর্মসূচিতে সরকারি কর্মচারীরা পর্যন্ত অফিস ফাঁকা করে যোগ দেয়। স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। সেখানে সংশ্লিষ্ট শিক্ষক সরাসরি সরকারি শিক্ষক নন। তাঁর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বাধা নেই।