রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা শহরের একাধিক এলাকায়।

Written by SNS August 6, 2023 9:08 am

কলকাতা:- রবিবার সকাল থেকে কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার রাতভর বৃষ্টি একাধিক জায়গা। রবিবারও সকাল থেকেই মুখভার আকাশের। ছুটির আমেজ মাটি করতে পারে বৃষ্টি। রবিবার সকাল থেকেই মেঘলা শহরের আকাশ। একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টিও। রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা শহরের একাধিক এলাকায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টি। সূত্রের খবর, আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। সোমবার থেকে কমবে তাপমাত্রাও। ৬ অগাস্ট, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাপমাত্রার পাশাপাশি সোমবার থেকে কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৮০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় কলকাতায় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে রবিবার থেকেই মেঘাচ্ছন্ন থাকবে শহরের আকাশ।