প্রশ্ন করা হয়েছিল মায়ের সঙ্গে কোনও ছবিতে কাজ করবেন কি না। তখনই সারা বলেন, “আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চায়। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভাল লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।”
অমৃতা মনে করেন নিজের কাজে ১০০ শতাংশ দিলে তবেই সফল হওয়া যায়। মাকে নিয়ে বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন সারা। তাঁর কথায়, “আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। সে মা হওয়ার আগে থেকেই অভিনয় করে।”
Advertisement
৮০ এবং ৯০-এর দশকে চুটিয়ে অভিনয় করেছেন অমৃতা। ‘বেতাব’, ‘নাম’, ‘আয়না’-র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
Advertisement
Advertisement



