আত্ম-ধ্বংসের পথে এগোচ্ছে মানুষ বলায় পদ খোয়ালেন ওপেআইয়ের সিইও স্যাম অল্টম্যান

Written by Sunita Das November 18, 2023 4:46 pm

বিশ্বাসযোগ্যতা হারানোর অভিযোগ তুলে ওপেনআই এর সিইও স্যাম অল্টম্যানকে বরখাস্ত করল চ্যাটজিপিটি৷  তার উপর থেকে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কোম্পানি৷ এই দাবিতেই সিদ্ধান্ত নিয়েছে চ্যাটজিপিটি প্রতিষ্ঠাতা৷ সম্প্রতি এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন অনুষ্ঠানে বড় মন্তব্য করেছেন তিনি৷ তাঁর বরখাস্তের পর ইস্তফা দিয়েছেন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতাও৷
মাইক্রোসফট অধীন এই টেক কোম্পানির নতুন সিইও হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিরা মুরাতি৷ স্যাম অল্টম্যানকে বরখাস্ত করার পর ওপেনএআই-এর সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রুকম্যানও ইস্তফা দিয়েছেন৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর উপর আর ভরসা রাখতে পারছে না কোম্পানি৷ যে কারণে সিইও পদ থেকে তাঁকে বরখাস্ত করেছে ওপেনএআই৷ সিইও পদ থেকে বরখাস্ত হতে স্যাম অল্টম্যান তাঁর এক্স হ্যান্ডেলে জানান, আমি ওপেনএআইয়ে ভালো সময় কাটিয়েছি৷ প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত৷
সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক কো-অপারেশনে তিনি বলেন, আত্ম-ধ্বংসের পথে এগোচ্ছে মানবজাতি৷ সমাজে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গুরুত্বর হতে পারে৷ যদিও তিনি মনে করেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনও অবধি মানুষের আবিষ্কার করা সবচেয়ে কার্যকরী প্রযুক্তি৷ যার খারাপ দিকগুলো চিহ্নিত করতে পারলে সমস্যার সমাধান হতে পারে৷
ওপেনএআই-এর সিইও জানান, আমাদের নতুন আইডিয়া দরকার৷ মানবজাতি হিসাবে আমরা আত্ম-ধ্বংসের দিকে এগোচ্ছি৷ নতুন প্রযুক্তি আনা দরকার যা আমাদের আরও কয়েক হাজার বছর ধরে উন্নতি করতে সাহায্য করবে৷ এবং আমি মনে করে AI-তে অনেকেই সেই সম্ভাবনা দেখতে পায়৷