• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সলমনকে ‘বুড়ো হচ্ছি’ জিজ্ঞেস কঙ্গনার 

মুম্বই : তিনি সাধারণত বলিউডের কুইন হিসেবেই পরিচিত। যেকোন কথা মুখের ওপর বলার জন্য ঠোঁটকাটা হিসেবেও পরিচিত। কঙ্গনা রানাউত কি করে বসেন ঠিক নয়। এই যেমন, হঠাৎ ইনস্টাগ্রামে পুরনো ভিডিও আপলোড করে সলমনের প্রতি প্রেম উজাড় করলেন কঙ্গনা! সম্প্রতি ইনস্টাগ্রামে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একটি রিয়্যালিটি শোয়ে সলমনের সঙ্গে একই মঞ্চে

মুম্বই : তিনি সাধারণত বলিউডের কুইন হিসেবেই পরিচিত। যেকোন কথা মুখের ওপর বলার জন্য ঠোঁটকাটা হিসেবেও পরিচিত। কঙ্গনা রানাউত কি করে বসেন ঠিক নয়। এই যেমন, হঠাৎ ইনস্টাগ্রামে পুরনো ভিডিও আপলোড করে সলমনের প্রতি প্রেম উজাড় করলেন কঙ্গনা!

সম্প্রতি ইনস্টাগ্রামে কঙ্গনা একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, একটি রিয়্যালিটি শোয়ে সলমনের সঙ্গে একই মঞ্চে তিনি। হঠাৎ করে কঙ্গনা বলে উঠলেন, তিনি মাধুরী দীক্ষিতের মতো ধক ধক করনে লাগা গানে নাচতে পারবেন। তাও আবার লহেঙ্গা পরে! সঙ্গে সঙ্গে স্টেজের মধ্য়েই লহেঙ্গা পরে ফেললেন কঙ্গনা। কঙ্গনার এমন সাজ দেখে তো একেবারে হতবাক সলমন। তবে সলমন কিন্তু প্রশংসাই করেছেন কঙ্গনাকে ।

এই ভিডিও আপলোড করে কঙ্গনা ইনস্টাতে লিখলেন, ‘আমাদের এত ইয়ং লাগছে কীভাবে সলমন! তাহলে আমরা কি বুড়ো হয়েছি।’

Advertisement

সম্প্রতি প্রিয়াঙ্কার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে কঙ্গনা লেখেন, “একথা সত্যি যে আমার আগে মেয়েরা এমন পুরষতান্ত্রিক নিয়মের কাছে নতিস্বীকার করত। আমিই প্রথম সমান পারিশ্রমিকের জন্য লড়াই করেছিলাম আর সবচেয়ে হতাশাজনক বিষয় ছিল যে আমার সমসাময়িক নায়িকারা একই চরিত্রের জন্য বিনামূল্যে কাজ করতে রাজি ছিল।”

Advertisement

Advertisement