• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

মোদি নয় রামলালার মুখই লোকসভায় ভরসা, জানাল আরএসএস

দিল্লি, ২৮ ডিসেম্বর– সম্প্রতি ২ কোটির জনপ্রিয়ার তুঙ্গে উঠে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন ভারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই নিরিখে বলাই যায় মোদির ম্যাজিকে ভরসা করে বিজেপি যে লোকসভা বৈতরণী পার করতে চাইছে তাতে কোন গলদ নেই৷ কিন্তু সেই বিশ্বাসে হঠাৎ করে আরএসএসের সিদ্ধান্ত জল ঢালার মতো৷ যতই ‘মোদি ম্যাজিকে’র কথা বলে নিজেদের ঢাক পেটান

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। (File Photo: IANS)

দিল্লি, ২৮ ডিসেম্বর– সম্প্রতি ২ কোটির জনপ্রিয়ার তুঙ্গে উঠে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছেন ভারতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই নিরিখে বলাই যায় মোদির ম্যাজিকে ভরসা করে বিজেপি যে লোকসভা বৈতরণী পার করতে চাইছে তাতে কোন গলদ নেই৷ কিন্তু সেই বিশ্বাসে হঠাৎ করে আরএসএসের সিদ্ধান্ত জল ঢালার মতো৷
যতই ‘মোদি ম্যাজিকে’র কথা বলে নিজেদের ঢাক পেটান বিজেপি কর্মী-সমর্থকরা, আদতে দলের রিমোট কন্ট্রোল পুরোপুরি রয়েছে আরএসএসের সদর দফতর নাগপুরের ড.হেডগেওয়াড় ভবনে৷ সেই কন্ট্রোলার বলছে এবার আর নরেন্দ্র মোদি নয়৷ বরং মর্যাদা পুরুষোত্তম রামকে সামনে রেখেই ঝাঁপাতে হবে নির্বাচনী বৈতরণীতে৷ বিজেপিকে এমনটাই বাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর৷ সেখান থেকেই সংঘ পরিবারের প্রধান মোহন ভাগবতের এই নির্দেশ পৌঁছে গিয়েছে দিল্লির ৬ এ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মার্গের পাঁচতারা বিজেপি সদর দফতরে৷ যেখানে বলা হয়েছে, ২২ জানুয়ারি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে যেভাবে দেশজুডে় এক ‘অন্য’ বাতাবরণ তৈরি হচ্ছে, সেই বার্তাই বয়ে নিয়ে যেতে হবে নির্বাচন পর্যন্ত৷ এরজন্য গোটা জানুয়ারি ও তারপর আরও একমাস ধরে ছোট-বড় বিভিন্ন কর্মসূচিও নেওয়া হচ্ছে৷
তবে শুধু মাত্র এ বার্তা নয় আরএসএসই যে বিজেপির হর্তা-কর্তা-বিধাতা তা প্রমাণ হয় সম্প্রতি বিজেপির কয়েকটি সিদ্ধান্তের দিকে তাকালেই৷ বুধবার নাগপুরে আরএসএস-এর সদর দপ্তরে গিয়ে যে কয়েকটি ইঙ্গিতপূর্ণ বিষয় খোলসা হল, তার মধ্যে অন্যতম খালি চোখে দেখে যতটা মনে হচ্ছে, নাড্ডা তো দূর, মোদি বা শাহের হাতেও নেই বিজেপির নিয়ন্ত্রণ৷ কর্নাটক বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর নিজেদের মুখপত্র ‘অর্গানাইজার’-এর এক সম্পাদকীয়তে স্পষ্ট বলা হয়েছিল, আঞ্চলিক নেতৃত্বের ব্যর্থতাতেই হয়েছে ভরাডুবি৷ নিচুতলায় আর ততটা কাজ করছে না মোদি ম্যাজিক৷
দলের ওপর নিজেদের আধিপত্য মনে করিয়ে নিয়ে আরএসএস মোদি-শাহদের জানিয়েছে, মাস খানেক আগেও সেবারও বিজেপির ‘সানশাইন’-এর দাবিকে মান্যতা দেয়নি সাধারণ মানুষ৷ এবারও একইভাবে দিচ্ছে না ‘অমৃতকাল’-কে৷ তাই আরও বাস্তবসম্মত হয়ে আঞ্চলিক থেকে শুরু করে সর্বভারতীয়–সব ক্ষেত্রে নতুন মুখ নিয়ে আসার পরামর্শ দিয়েছিল আরএসএস৷ মনে করা হচ্ছে, সেই নির্দেশ মেনেই সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগডে় তিন নতুন মুখকে বসানো হয়েছে মুখ্যমন্ত্রীর হটসিটে৷ এবার দেখার শুধু লোকসভা নির্বাচনে ব্র্যান্ড মোদিকে পিছনে ফেলে কতটা জায়গা দেওয়া হয় ‘রামলালা’-কে৷
তবে পর্দার আড়ালে সুতোয় টান দিয়ে বিজেপিকে পরিচালনা করছেন মোহন ভাগবতরা তা এই সিদ্ধান্তেই প্রমাণিত৷ সাম্প্রতিক সময়ে কংগ্রেসের নরম হিন্দুত্বের পথে চলার ঘটনাও ভালভাবেই উঠে এসেছে তাঁর নোটবুকে৷
ইতিমধ্যেই আরএসএস প্রধান কংগ্রেসের নরম হিন্দুত্বকে মুছে ফেলতে রাম ও রামমন্দিরের আবেগকে ব্যবহার করার বার্তাও দিয়েছেন৷ নইলে বিপদ অপেক্ষা করছে বিজেপির জন্য৷ তাছাড়া নিজেদের গায়ে লেগে থাকা হিন্দুত্বের জার্সির রংকে কিছুটা ফিকে করে অসাম্প্রদায়িক ভাবমূর্তি তৈরির চেষ্টাও চালাচ্ছে আরএসএস৷