• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বোলিং নিয়ে চরম হতাশা প্রকাশ  করলেন রোহিত শর্মা 

 মোহালি, ২১ সেপ্টেম্বর — নিজের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হার শিকার  করতে হলো ভারতীয় ক্রিকেট  দল কে। ভারতীয় দল ২০৮ রান করেও ম্যাচ জিততে পারল না। ম্যাচ শেষে রোহিত শর্মা  বলেন, ‘‘আমরা ভাল বোলিং করতে পারিনি। ২০৮ রান কম নয়, বোলিং করতে নেমে আমরা ব্যর্থ। আমাদের ফিল্ডিংও খারাপ হয়েছে। এত ক্যাচ ফস্কালে ম্যাচ জেতা যাবে না।’’টি

 মোহালি, ২১ সেপ্টেম্বর — নিজের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে হার শিকার  করতে হলো ভারতীয় ক্রিকেট  দল কে। ভারতীয় দল ২০৮ রান করেও ম্যাচ জিততে পারল না। ম্যাচ শেষে রোহিত শর্মা  বলেন, ‘‘আমরা ভাল বোলিং করতে পারিনি। ২০৮ রান কম নয়, বোলিং করতে নেমে আমরা ব্যর্থ। আমাদের ফিল্ডিংও খারাপ হয়েছে। এত ক্যাচ ফস্কালে ম্যাচ জেতা যাবে না।’’টি ২০ বিশ্বকাপের  আগে চরম হতাশ করল ভারতীয় দল। তারা ঘরের মাঠে চার উইকেটে হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। তিন ম্যাচের সিরিজে ভারত পিছিয়ে গেল ০-১ ব্যবধানে।দলের ব্যাটসম্যানদের ওপর খুশি রোহিত। তিনি বলেছেন, ‘‘এত হতাশার মধ্যেও আমাদের দলের ব্যাটাররা ভাল কাজ করেছে, বিশেষ করে হার্দিক। ও বোঝাল ম্যাচে ওর কার্যকারিতা।’’

Advertisement

Advertisement