• facebook
  • twitter
Monday, 2 December, 2024

শুরু হয়ে গেছে বৃষ্টি,প্রচন্ড দাবদাহের থেকে স্বস্তি মানুষের, আসতে পারে কালবৈশাখী

কলকাতা,২৪ এপ্রিল — তীব্র গরমের হাত থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিল মঙ্গলবার। কাঠফাঁটা গরমে বিগত কয়েকদিনে মানুষের নাজেরহাল অবস্থা। বৃষ্টির অপেক্ষায় মানুষের তীর্থের কাকের মতো অবস্থা ছিল। কিন্তু মঙ্গলবার সকালথেকে বজ্র বিদ্যুৎসহ  বৃষ্টি শুরু হয়।হাওড়া সহ কলকাতার বিভিন্ন অংশে শুরু হল বৃষ্টি। এছাড়া  দুই ২৪ পরগনাতেওঁ বৃষ্টি হয়েছে । সঙ্গে বৃষ্টির পূর্বে শুরু হয় ঝোড়ো

কলকাতা,২৪ এপ্রিল — তীব্র গরমের হাত থেকে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিল মঙ্গলবার। কাঠফাঁটা গরমে বিগত কয়েকদিনে মানুষের নাজেরহাল অবস্থা। বৃষ্টির অপেক্ষায় মানুষের তীর্থের কাকের মতো অবস্থা ছিল। কিন্তু মঙ্গলবার সকালথেকে বজ্র বিদ্যুৎসহ  বৃষ্টি শুরু হয়।হাওড়া সহ কলকাতার বিভিন্ন অংশে শুরু হল বৃষ্টি। এছাড়া  দুই ২৪ পরগনাতেওঁ বৃষ্টি হয়েছে । সঙ্গে বৃষ্টির পূর্বে শুরু হয় ঝোড়ো হাওয়া।।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বিকেলে বহতে পারে কালবৈশাখী ঝড়। আজ কাল বৈশাখী হলে তা মরসুমের প্রথম কালবৈশাখী হবে ।
বৈশাখের প্রথম কালবৈশাখী । ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আগামী ২-৩ ঘণ্টা কলকাতা, হাওড়া ও দুই ২৪ পরগনায় ।আজ ও কাল রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়ার গতিবেগ ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে আগেই। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজছে পাহাড়। কাল থেকে পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা। তার মধ্যেই স্বস্তির খবর দক্ষিণেও।