শনিবার থেকে আগামী ৫দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ,সর্তক বার্তা আবহাওয়া দপ্তরের  

Written by SNS April 29, 2023 2:23 pm

কলকাতা,২৯ এপ্রিল — আবহাওয়া দপ্তরের দেওয়া সূত্র অনুসারে শনিবার সকাল থেকেই সূর্য মাথার ওপর থাকলেও আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বদলাতে পারে আবহাওয়া । আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।

শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া।
ইতিমধ্যেই দক্ষিন ৪ পরগনার ডায়মন্ড হারবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়ে গেছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শনিবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী ৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।