কলকাতা, ৫ সেপ্টেম্বর– ভাদ্র মাসের পচা গরমের সঙ্গেই গত সপ্তাহের শেষ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভেসেছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে সুখবর বলল হাওয়া অফিস। অফিসের আগাম বার্তা, বৃষ্টি কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ।
তবে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একেবারেই কমে যাবে। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় গরম বাড়বে।
বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। তবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
Advertisement
Advertisement
Advertisement



