• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

রাঘবের বাংলা গানে ফিউশন, ব্রততী -কেতন সেনগুপ্তের ‘কর্ণ-কুন্তী সংবাদ’ উপহার দিল এক মনোজ্ঞ সন্ধ্যা 

কলকাতা , ২৪ মে – মহাভারতে বর্ণিত পুত্র কর্ণের সঙ্গে জন্মদাত্রী মায়ের কথোপকথন ‘কর্ণ-কুন্তী সংবাদ’ আজও প্রাসঙ্গিক। কবিগুরুর অন্যান্য সৃষ্টির মতো আজও শিল্পীমন এই কথোপকথন শুনতে আগ্রহী তাঁর প্রিয় বাচিক শিল্পীর কণ্ঠে। পার্থ ঘোষ- গৌরী ঘোষের কণ্ঠে কর্ণ-কুন্তী সংবাদ সব থেকে জনপ্রিয় হয়। তবে সম্প্রতি কলামন্দিরে ব্রততী বন্দোপাধ্যায় এবং কেতন সেনগুপ্তের যৌথ প্রয়াস মন ভরিয়ে

কলকাতা , ২৪ মে – মহাভারতে বর্ণিত পুত্র কর্ণের সঙ্গে জন্মদাত্রী মায়ের কথোপকথন ‘কর্ণ-কুন্তী সংবাদ’ আজও প্রাসঙ্গিক। কবিগুরুর অন্যান্য সৃষ্টির মতো আজও শিল্পীমন এই কথোপকথন শুনতে আগ্রহী তাঁর প্রিয় বাচিক শিল্পীর কণ্ঠে। পার্থ ঘোষ- গৌরী ঘোষের কণ্ঠে কর্ণ-কুন্তী সংবাদ সব থেকে জনপ্রিয় হয়। তবে সম্প্রতি কলামন্দিরে ব্রততী বন্দোপাধ্যায় এবং কেতন সেনগুপ্তের যৌথ প্রয়াস মন ভরিয়ে দিল। আবৃত্তিকার ব্রততীর পরিচয় সকলেরই জানা। তবে বেঙ্গল পীয়ারলেসের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কেতন সেনগুপ্তের কণ্ঠে কর্ণের কথোপকথন যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দেয়।     

দ্বিতীয়ার্ধে গান শুনিয়ে শ্রোতাদের জয় করে নেন রাঘব চট্টোপাধ্যায়। আধুনিক বাংলা গানের পাশাপাশি শ্রোতাদের শুনিয়েছেন তাঁর সংগীত জীবনের প্রথম পর্বের গাওয়া গানও। গান নিয়ে রাঘবের নিত্য-নতুন চর্চার সৃষ্টির পরিচয় পান শ্রোতারা। কখনো পাশ্চাত্য , কখনো বা লো কসংগীতের সঙ্গে বাংলা আধুনিক গানের ফিউসন সুরকার ও সঙ্গীতজ্ঞ রাঘবের সৃষ্টিতে নতুন জোয়ার এনেছে।  শুক্রবার, ১৯ মে এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার দিলেন শিল্পীরা। অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত তা জমিয়ে উপভোগ করলেন শ্রোতারাও।         

Advertisement

Advertisement