মোদির কথা রাখতে পুতিন ভারচুয়াল জি-২০ সামিটে

Written by Sunita Das November 20, 2023 5:14 pm

মস্কো, ২০ নভেম্বর– মোদি-পুতিন সখ্যতা সবারই জানা৷ পশ্চিমী দুনিয়া ও আমেরিকার চাপ উপেক্ষা করে ইউক্রেন যুদ্ধের মাঝেই রাশিয়ার থেকে তেল কিনেছে ভারত৷ আমদানি করেছে অস্ত্রও৷ আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার নিন্দা করতে শোনা যায়নি ভারতকে৷
সেই ‘বন্ধু’ মোদি ডেকেছেন আর মস্কো প্রধান সেই ডাকে সারা না দিয়ে থাকতে পারেন৷ তাই মোদির ডাকে ভারচুয়াল জি-২০ সামিটে যোগ দিচ্ছে পুতিন ৷ আগামী বুধবার ভারত একটি ভারচুয়াল সামিটের আয়োজন করেছে যেখানে অংশ নেবে জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলি৷ সেই আলোচনাচক্রে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ এমনই খবর রুশ সংবাদমাধ্যম সূত্রে৷ পুতিনের এই ভারচুয়াল উপস্থিতি আন্তর্জাতিক মহলের কাছে বিশেষ বার্তা পৌঁছে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল৷
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইন্দোনেশিয়া ও ভারতে আয়োজিত জি-২০ সামিটে যোগ দেননি পুতিন৷ জি-২০ গোষ্ঠীর আগামী সম্মেলন ব্রাজিলে৷ তবে তার আগে একটি ভারচুয়াল সামিটের আয়োজন করেছে ভারত৷ নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত সম্মেলনের ফলাফল এবং প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা হবে সেখানে৷ সেখানেই যোগ দেবেন পুতিন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে ভারচুয়াল জি-২০ সামিটে রুশ প্রেসিডেন্টের যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা৷
ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দেননি পুতিন৷ যা নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর৷ কূটনৈতিক মহলের একাংশ ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল৷ মনে করা হচ্ছিল, নয়াদিল্লির আমেরিকা ঘনিষ্ঠতায় কিছুটা হলেও রুষ্ট মস্কো৷ কিন্ত্ত সেই সমস্ত জল্পনা উডি়য়ে বন্ধু মোদির ডাকে সাড়া দিলেন পুতিন৷ কার্যত বুঝিয়ে দিলেন সমস্ত জল্পনাই অনর্থক৷ সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে নয়াদিল্লি ও মস্কোর মধ্যে লাগাতার আলোচনা চলছে৷ মনে করা হচ্ছে, সেই আলোচনার ফসল হিসেবেই জি-২০ সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট৷