পুতিনের মানসকন্যার বাড়িতে পুলিশের হানা, রাজনৈতিক মহলে ভূমিকম্প 

Written by SNS October 28, 2022 5:40 pm

মস্কো, ২৮ অক্টোবর– এবার পুতিনের রোষানলে বিখ্যাত রুশ সাংবাদিক তথা টিভি স্টার কেসেনিয়া সবচাক। বুধবার তাঁর মস্কোর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উল্লেখ্য, একসময় কেসেনিয়ার বাবা তথা সেন্ট পিটার্সবার্গের মেয়র আনাতলি সবচাকের ডেপুটি হিসেবে কাজ করেছেন রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাজনীতির অনেক মারপ্যাঁচই নাকি সেখানে তিনি শিখেছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিকে ‘কলিশন কোর্স’ বা সংঘাতের পথে হাঁটছিলেন কেসেনিয়া সবচাক। টেলিভিশনে বহুবার তাঁকে পুতিনের সমালোচনা করতে শোনা গিয়েছে। বিশেষ করে, ইউক্রেন যুদ্ধের আবহে ক্রেমলিনের বিদেশনীতি ও গণতন্ত্রের ‘কণ্ঠরোধ’ প্রসঙ্গে সরব হয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে বুধবার কেসেনিয়ার মস্কোর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ বলে খবর। তবে তাঁকে গ্রেফতার করা যায়নি। রুশ সরকারি সংবাদ সংস্থার দাবি, দেশ ছেড়ে পালিয়েছেন কেসেনিয়া। এখন তিনি লিথুয়ানিয়ায়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে শিল্পপতি ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করতেন তিনি। 

এদিকে, রুশ বিরোধী নেতাদের একাংশের মতে, ছদ্মবেশে পুতিনের এজেন্ডা মাফিক কাজ করছেন কেসেনিয়া। তিনিই নাকি পুতিনের ‘মানসকন্যা’। এহেন প্রভাবশালীর বাড়িতে তদন্তকারীদের হানা রুশ রাজনৈতিক মহলে ভূমিকম্প তৈরি করেছে।