জি-২০ র আগেই মোদি-বাইডেন বৈঠকে ড্রোন থেকে 5G

Written by SNS September 8, 2023 4:38 pm

দিল্লি, ৮ সেপ্টেম্বর–  শনিবার জি-২০ সামিট। তার আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচিত বিষয় নিয়ে গোটা বিশ্বে তুঙ্গে ছিল আগ্রহ। 

তাৎপর্যপূর্ণ ভাবে, জি-২০ সম্মেলন শুরুর আগেই প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক হয়ে যাচ্ছে বাইডেনের। বিশ্লেষকদের মতে, সদ্য সমাপ্ত ব্রিকস ও আসিয়ান-ইন্ডিয়া সামিটের মতো এই মহাসম্মেলনেও ভারতের নিশানায় থাকতে পারে চিন। এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে একজোট হবে ওয়াশিংটন। ফলে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।  

এদিন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, বাইডেন-মোদি আলোচনায় প্রাধান্য পাবে প্রিডেটর ড্রোন, ফাইটার জেট ইঞ্জিন, ৫জি/৬জি প্রযুক্তির মতো বিষয়। এছাড়া, শান্তিপূর্ণ ভাবে পরমাুণু শক্তি ব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলিও উঠে আসবে আলোচনায়। তবে আরব বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে ভারতের সঙ্গে বড় রেলপথ প্রকল্পের জল্পনা নিয়ে মুখ খোলেলনি তিনি।   

এদিকে, বাইডেনের পাশাপাশি হাসিনার সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদি। বৈঠক করবেন মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও। শনিবার থেকে দিল্লির বুকে বসতে চলছে বহু চর্চিত জি-২০ শীর্ষ সম্মেলন। ইতিমধ্যেই ভারতে পা রাখতে শুরু করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা।  

শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে নিজেই জানিয়েছেন মোদি। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, “আজ সন্ধ্যেয় আমার বাসভবনে তিনটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মরিশাসের প্রধানমন্ত্রী কুমার জুগনাথ উপস্থিত থাকবেন। এটাই সুযোগ তিন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক পর্যবেক্ষণ করে আরও মজবুত করার। এর মাধ্যমে আগামিদিনে পারস্পরিক উন্নয়ন আরও দৃঢ় হবে।”

জি-২০ সামিটের এরই মাঝে নতুন ম্যাপ প্রকাশ করে নয়াদিল্লির সঙ্গে ফের সংঘাত তীব্র করেছে বেজিং। চিনের নয়া মানচিত্রের বিরোধিতা করে আসরে নেমেছে আমেরিকাও। ফলে মহা সম্মেলনের আগেই কী কী বিষয়ে জিনপিং প্রশাসনকে আক্রমণ শানানো যায় তা ঠিক করে নিতে পারেন মোদি ও বাইডেন।

অন্যদিকে, আগামিকালের বহু চর্চিত সম্মেলনের আগে ভারতের সঙ্গে আলোচনা হয়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গেও। দুই রাষ্ট্রপ্রধানের আলোচনার প্রধান বিষয়ই হতে চলেছে তিস্তার জলবণ্টন।