বিলকিসের আর্জি খারিজ করে ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত বহাল  সুপ্রিম কোর্টে

Written by SNS December 17, 2022 6:08 pm

দিল্লি, ১৭ ডিসেম্বর– সুপ্রিম কোর্ট গুজরাত দাঙ্গার গণধর্ষণের শিকার বিলকিস বানোর দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করে দিল। আজ শনিবার সর্বোচ্চ আদালত তাদের গত ১৩ মে’র রায় বহাল রেখেছে।

বিলকিস ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের ওই রায়কে হাতিয়ার করে গুজরাত সরকার এ বছর ১৫ অগস্ট বিলকিসকে ধর্ষণ এবং তাঁর পরিবারের সাতজনকে হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৪ জনকে মুক্তি দিয়েছে।

সুপ্রিম কোর্টের ১৩ মে’র রায়ে বলা হয়েছিল, মুক্তির বিষয়ে রাজ্য সরকার তাদের নীতির ভিত্তিতে অগ্রসর হতে পারে। বিচারপতি অজয় রাস্তোগি এবং বিক্রম নাথের বেঞ্চ এই রায় দেন।

বিলকিস বানোর বক্তব্য ছিল, দোষীদের বিচার হয়েছিল মহারাষ্ট্রে। তাই গুজরাত নয়, মহারাষ্ট্র সরকারের বন্দি মুক্তি নীতি অনুসরণ করা উচিত তাঁকে ধর্ষণ ও পরিবারের সাত সদস্যকে খুনের অভিযুক্তদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে। আদালতের বক্তব্য, অপরাধটি গুজরাতে ঘটেছে। তাই ক্ষমার আবেদন সহ পরবর্তী সমস্ত প্রক্রিয়া গুজরাত সরকারের নীতি অনুসারে বিবেচনা করতে হবে।