কলকাতার মানুষ চিকিৎসার জন্য ভিন্ন রাজ্যে যান , তবে কি এ রাজ্যে সঠিক চিকিৎসা ও সুযোগ সুবিধা মিলছে না ?

Written by SNS September 4, 2022 5:14 pm

কলকাতা ,৪সেপ্টেম্বর — পূর্ব কলকাতায় বাইপাসের ধারে একটি পাঁচ তারা হোটেলে ‘সোসাইটি ফর কার্ডিয়াক ইন্টারভেনশন’-এর উদ্যোগে হৃদরোগ বিশেষজ্ঞদের ১৪তম বার্ষিক সম্মেলন চলছে। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন দেশ ও বিদেশের বড় বড় হৃদরোগ বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠান টিতে বিভিন্নবিস্ময়ে আলোচনার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো যে ,এই রাজ্যে এত ভালো চিকিৎসার ব্যাবস্থা থাকা সত্ত্বেও কেন কলকাতা ও উত্তরপূর্বের বহু মানুষজন দক্ষিণ ভারতে ও বিদেশে চিকিৎসা করতে যাচ্ছেন ? এখানে কি সঠিক সুযোগ সুবিধা মিলছে না ! এর উত্তরে ডাক্তার দিলীপ কুমার বলেন ,আমি জনগণকে বলতে চাই ,আপনারা দক্ষিণ ভারতে যেই ট্রিটমেন্ট পাচ্ছেন,এখানে ঠিক একইরকম ট্রিটমেন্ট পাবেন,শুধু আমাদের ওপর একটু আস্থা রাখতে হবে।