ভারতকে শত্রু দেশ বলে নিজদেশে প্রবল সমালোচিত হচ্ছেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরফ।

Written by SNS September 30, 2023 10:43 am

ভারত:- আর কিছু দিনের অপেক্ষা, তারপরই বিশ্বকাপ শুরু হবে। ভারতেরই তিনটি শহরে তিনটি প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গিয়েছে। যার মধ্যে হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড। সূত্রের খবর, জানা গিয়েছে, এই ম্যাচের আগেই তুমুল বিতর্কের মুখে পড়লেন পিসিবি- র চেয়ারম্যান জাকা আশরফ। ভারতকে শত্রু দেশ বলে নিজদেশেই প্রবল সমালোচিত হচ্ছেন তিনি। সূত্রের খবর, বিশ্বকাপ খেলতে এ দেশে এসেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। বিমানবন্দরে হাজির ছিলেন প্রচুর ক্রিকেটপ্রেমী।  উৎসবের মধ্যে ম্যাচ পড়ায় নিরাপত্তাজনিত কারণেই তা হচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে। বিশ্বকাপ খেলতে ভারতে আসার আগে পাকিস্তান দলের ক্রিকেটারদের বেতন নিয়ে অসন্তোষ চলছিল। শেষ মুহূর্তে চুক্তির বিষয়টি চূড়ান্ত করে পিসিবি। সেটাকে বড় করে দেখাতে গিয়েই বিতর্কিত মন্তব্য করেছেন আশরফ। ভারতকে শত্রু দেশ বলে তিনি অভিহিত করায় পাকিস্তানের অনেকেই তার প্রতিবাদ জানিয়েছেন। জানা গিয়েছে, আশরফের এই বক্তব্যের প্রেক্ষিতে সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তান থেকে যাঁরা এসেছেন বা খোঁজখবর রাখছেন নিয়মিত তাঁরা এক্স হ্যান্ডলে আশরফের বক্তব্যের পাল্টা সমালোচনায় সরব হয়েছেন। মহম্মদ নওয়াজ ও আঘা সলমন বাদে পাক দলের সকলেই এই প্রথম ভারতের মাটিতে খেলছেন। ইমাম উল হক ১০ বলে ১ রান করে ফেরেন। এরপর ওপেনার আবদুল্লা শফিকের সঙ্গে জুটি বেঁধেছেন তিনে নামা বাবর আজম।