• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘জঙ্গি নয় ভারতের বিরুদ্ধে এফ-১৬ কাজে লাগবে পাকিস্তান’: জয়শংকর

দিল্লি, ২৭ সেপ্টেম্বর– পাকিস্তানের জন্য আমেরিকার বিশেষ সামরিক প্যাকেজে বেজায় চটেছে ভারত। কারণটা অবশ্য সবারই জানা। পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ জেটগুলির আধুনিকীকরণের জন্য যে অর্থ বরাদ্দ করেছে আমেরিকা তাতে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী লড়াই আরও জোরাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না । আর আমেরিকার এই নীতিতে কটাক্ষ করতে ছাড়েনি ভারত।  মোদি সরকারের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির

দিল্লি, ২৭ সেপ্টেম্বর– পাকিস্তানের জন্য আমেরিকার বিশেষ সামরিক প্যাকেজে বেজায় চটেছে ভারত। কারণটা অবশ্য সবারই জানা। পাক বায়ুসেনার মার্কিন এফ-১৬ জেটগুলির আধুনিকীকরণের জন্য যে অর্থ বরাদ্দ করেছে আমেরিকা তাতে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী লড়াই আরও জোরাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না । আর আমেরিকার এই নীতিতে কটাক্ষ করতে ছাড়েনি ভারত। 

মোদি সরকারের ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে রবিবার ওয়াশিংটনের এক অনুষ্ঠানে আমেরিকার বিরুদ্ধে তোপ দাগেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । অত্যন্ত কড়া ভাষায় বিদেশমন্ত্রী বলেন, “পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রেখে আমেরিকার কোনও লাভ হচ্ছে না। আমার মনে হয়, বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেবে দেখার সময় হয়েছে। আপনারা বলছেন, এফ-১৬ যুদ্ধবিমান সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ব্যবহার করবে পাকিস্তান। আপনারা কাকে নির্বোধ কাকে ভাবছেন! সবাই জানে এই বিমান কার বিরুদ্ধে ব্যবহার হবে। কোনও মার্কিন নীতিনির্ধারকের সঙ্গে কথা হলে আমি বলব, ভেবে দেখুন আপনারা কী করছেন।”

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, জঙ্গিদের সঙ্গে লড়তে মোটেও এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করবে না পাকিস্তান। আসলে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে। উল্লেখ্য, বালাকোট পরবর্তী লড়াইয়ে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের উদ্দেশ্যই কী তা আমেরিকাও ভাল করেই জানে। কিন্তু আফগানিস্তান ও মধ্য এশিয়ায় কিছুটা নিয়ন্ত্রণ রাখতে ইসলামাবাদকে প্রয়োজন ওয়াশিংটনের। তাছাড়া, রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পালটা এটা চাপ তৈরির একটা চেষ্টা।

Advertisement

Advertisement

Advertisement