মদের দোকান বন্ধ করে গোয়ালঘর তুলুন, নয়া দাওয়াই উমার

Written by SNS February 1, 2023 5:30 pm

লখনউ, ১ ফেব্রুয়ারি–  মদের দোকানের ঝাঁপ ফেলতে উমা নিজেই কোমর বেঁধেছেন। গত শনিবার সন্ধেয় তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। অযোধ্যা নগরের সেই মন্দিরের কাছেই রয়েছে একটি মদের দোকান। উমা সেই মন্দিরে ঢুকেই ঘোষণা করেন, তিনি চার দিন ধরে মন্দিরেই থাকবেন। তার মধ্যেই যেন পুলিশ ব্যবস্থা নেয়। রাজ্যের আবগারি নীতিতে বদল আনার দাবিও জানান কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু চারদিন পেরিয়ে গেলেও মধ্যপ্রদেশে বিজেপি সরকার কোনও ব্য়বস্থা নেয়নি। তাই এবার বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার কথা বলেছেন বিজেপি নেত্রী।

এবার মহিলাদের বিরুদ্ধে হয়ে চলা অপরাধ কমাতে নতুন দাওয়াই দিলেন বিজেপি নেত্রী উমা ভারতী। তাঁর দাবি, যত্রতত্র মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে। অপরাধ কমাতে মদের দোকানগুলো তালা দিয়ে দেওয়া হোক। সেই জায়গায় গোয়ালঘর তৈরি হোক। উমার মত, তাহলেই মদ খেয়ে মহিলাদের উপর অত্যাচার করা বন্ধ হবে।

মদের দোকান উঠিয়ে বিকল্প ব্যবস্থা হিসেবে সেখানে গোয়ালঘর তৈরির দাবি জানিয়েছেন উমা। তাঁর বক্তব্য, মদ বেচার থেকে পশুপালন করা অনেক ভাল। তাহলে অন্তত মাতলামি করে অপরাধ করার প্রবণতা অনেক কমে যাবে।