নতুন বাজেট পেশে নতুন প্রকল্পের ঘোষণা যুবসমাজের জন্য 

Written by SNS February 15, 2023 3:26 pm

কলকাতা ,১৫ ফেব্রুয়ারি — বিধানসভায় বাংলার যুব সমাজের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ১৮ থেকে ৪৫ বছর বয়সি যুবক-যুবতীদের জন্য কম সুদে ঋণ দেওয়ার কথা ঘোষণা করা হল। প্রকল্পের নাম ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’। এই প্রকল্পের মাধ্যেমে ৫ লাখ পর্যন্ত ব্যাঙ্ক থাকে আর্থিক ঋণ নিতে পারবেন যুবক-যুবতীরা।বাংলার যুব সমাজ ও মানুষের জন্য তিনি এর আগেও বেশ কয়েকটি প্রকল্প চালু করেছে মমতা সরকার। লক্ষ্মীশ্রী প্রকল্প ,যুবশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে বাংলায়। বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

বাজেটে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্প থেকে কীভাবে সুবিধা পাবেন যুবক-যুবতীরা? বাজেটে বলা হয়েছে, ২ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্প থেকে উপকৃত হবেন। ব্যাঙ্ক থেকে ৫ লাখ টাকা ঋণ পাবেন তাঁরা।

এই প্রকল্পের জন্য রাজ্য সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। শুধু তাই নয়, ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টিও প্রদান করবে সরকার।