চোটের কারণে ওডিআই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ।

Written by SNS September 23, 2023 9:37 am

পাকিস্তান:- ২২শে সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের ১৫ জন সদস্যের নাম ঘোষণা করেছে। সূত্রের খবর, পিসিবি-র প্রধান নির্বাচক ইনজামাম উল হক বাবর আজমের নেতৃত্বে ১৫ জন খেলোয়াড়ের একটি দল ঘোষণা করেছেন। যেখানে তিন জন খেলোয়াড়কে ভ্রমণ সংরক্ষিত হিসাবে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বড় ধাক্কা ছিল ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন নাসিম শাহ। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন হাসান আলি। জানা গিয়েছে, ২০২৩ সালের এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে ম্যাচের সময় কাঁধে চোট পান নাসিম শাহ। এই ইনজুরির কারণে, তিনি ভারতের বিরুদ্ধে তার পুরো কোটার ওভার বল করতে পারেননি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচেও খেলতে পারেননি। জানা গিয়েছিল, শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ফলে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ চলাকালীন ইনজুরিতে পড়েছিলেন দলের আর এক পেস বোলার হ্যারিস রউফ। তবে তিনি ফিট হয়ে যাওয়ার কারণে বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন। আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হ্যারিস পাকিস্তান স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন এবং রিজার্ভ ক্রিকেটার হিসাবে ভারতে আসবেন। পাকিস্তানের ২০২৩ বিশ্বকাপের স্কোয়াড-১৫ সদস্যের চূড়ান্ত দল- বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, সলমন আলি আঘা, সউদ শাকিল, মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, হাসান আলি, উসামা মীর, মহম্মদ ওয়াসিম জুনিয়র। এবং রিজার্ভে থাকবেন আবরার আহমেদ, জামান খান, মহম্মদ হ্যারিস।