• facebook
  • twitter
Friday, 13 December, 2024

চড়ের জবাব দিলেন নানা

মুম্বই: অবশেষে মাঝরাস্তায় অনুরাগীকে সপাটে চড়ের ব্যাখ্যা দিলেন নানা পটেকর৷ বলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেতা নানা পাটেকর৷ কিন্তু নানা সময়ে নানান অভিযোগে জড়ানই যেন তাঁর অভ্যেস৷  বছর পাঁচেক আগে কৃতী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বাঙালি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ একটি ছবির সেটে নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন নানা, অভিযোগ করেছিলেন তনুশ্রী৷ সেই অভিযোগের পর

DUBAI, UNITED ARAB EMIRATES - DECEMBER 12: (EDITORS NOTE: Image has been digitally retouched) Nana Patekar poses during a portrait session on day three of the 11th Annual Dubai International Film Festival held at the Madinat Jumeriah Complex on December 12, 2014 in Dubai, United Arab Emirates. (Photo by Gareth Cattermole/Getty Images for DIFF)

মুম্বই: অবশেষে মাঝরাস্তায় অনুরাগীকে সপাটে চড়ের ব্যাখ্যা দিলেন নানা পটেকর৷ বলিউডের অন্যতম অভিজ্ঞ অভিনেতা নানা পাটেকর৷ কিন্তু নানা সময়ে নানান অভিযোগে জড়ানই যেন তাঁর অভ্যেস৷  বছর পাঁচেক আগে কৃতী অভিনেতার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন বাঙালি বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ একটি ছবির সেটে নাকি তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন নানা, অভিযোগ করেছিলেন তনুশ্রী৷ সেই অভিযোগের পর পাঁচ বছর কেটে গেলেও এখনও তা ভোলেননি নেটাগরিকরা৷ এ বার বারাণসীতে শুটিং করতে গিয়ে এক অনুরাগীকেই থাপ্পড় মেরে বসলেন অভিনেতা৷ সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে দর্শক ও অনুরাগীদের রোষের মুখে পড়তে হয় ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ খ্যাত অভিনেতাকে৷
বিতর্ক বাড়তে থাকায় এ বার সমাজমাধ্যমের পাতায় নিজেই মুখ খুললেন নানা৷বারাণসীতে মাঝরাস্তায় ওই অনুরাগীকে ঠিক কী কারণে চড় কষালেন নানা? সমাজমাধ্যমের পাতায় শেয়ার করা একটি ভিডিয়ো বার্তায় নানা বলেন, ‘সমাজমাধ্যমের পাতায় একটা ভিডিয়ো ছডি়য়ে পডে়ছে যেখানে দেখা যাচ্ছে, আমি একটা ছেলেকে চড় মারছি৷ এটা আসলে আমাদের ছবির একটা দৃশ্য ছিল, যার মহড়া চলছিল৷ আমাকে ছবির পরিচালক অভিনয় করতে বলার পরেই সেখানে ওই ছেলেটি চলে আসেন৷ আমি জানতাম না তিনি কে, আমি ভাবলাম কলাকুশলীদের মধ্যে কেউ হবেন যিনি মহড়ায় সাহায্য করছেন৷ তাই, ছবির দৃশ্য অনুযায়ী আমি তাঁকে চড় মেরে সেখান থেকে চলে যেতে বলি৷’ নানা আরও বলেন, ‘আমি পরে জানতে পারি, তিনি আসলে কলাকুশলীদের কেউ ছিলেন না৷ হয়তো তাঁর বন্ধু ওই ভিডিয়োটি রেকর্ড করেছিলেন৷ আমি চেয়েছিলাম তাঁকে ফোন করে সবটা বুঝিয়ে বলতে৷ আমি অনুরাগীকদের ছবি তোলার জন্যও কোনও দিন না বলি না৷’
ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছডি়য়ে পড়ায় অনুরাগীরা ক্ষুব্ধ হয়েছেন বুঝে ক্ষমাও চান নানা৷