শেষের ৮ মিনিট বাংলায় নাড্ডার

Written by SNS February 12, 2023 4:07 pm

কলকাতা ,১২ ফেব্রুয়ারি — রবিবার পূর্বস্থলীর জনসভায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার ভাষণে স্পষ্ট অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে গেরুয়া শিবির।পূর্বস্থলীর জনসভায় নাড্ডা ২৬ মিনিটের ভাষণের শেষ আট মিনিট বাংলায় বলেন। অবশ্যই তা রাজ্য নেতৃত্বের তৈরি করে দেওয়া লিখিত ভাষণ। তবে রাজনীতির ময়দানে কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা তৈরির লক্ষ্যে বাংলায় ভাষণ পর্ব ছিল তাৎপর্যপূর্ণ। বাংলায় ভাষণ শুরুর আগে জেপি নাড্ডা বলেন, ‘আমি বাংলা মে একটু একটু চেষ্টা করবেন। বাংলামে কুছ বলুঙ্গা।’

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে উদ্দেশে বাংলা ভাষণে তীব্র ব্যক্তিগত আক্রমণ শানান বিজেপি সভাপতি। নাড্ডা বলেন, ‘সরকারি কোষাগার ফাঁকা। খুঁজে দেখো টালির চালে জনতার টাকা।’ আরও বলেন, ‘চাকরি বিক্রি কোটি কোটি, লুট করেছে হাওয়াই চটি।’

এদিন মমতার উদ্দেশ্যে বিজেপি সভাপতির সংযোজন, ‘ওরে দিদি আপনার নাম তো মমতা, আপনি কবে থেকে নির্মমতা হয়ে গেলেন!’ এরপরই ছড়া কাটার মতো করে বলে চলেন, ‘শেষ হবে শেষ হবে, কাটমানির খেলা শেষ হবে, শেষ হবে শেষ হবে সিন্ডিকেটের খেলা শেষ হবে, শেষ হবে শেষ হবে, তোলাবাজির খেলা শেষ হবে।’ কটাক্ষের সুরে বলেন, ‘দিদির স্লোগান এগিয়ে বাংলা। ঠিকই বলেন, দুর্নীতিতে এগিয়ে বাংলা। তৃণমূলের অত্যাচারে এগিয়ে বাংলা’, ইত্যাদি। বলেন, ‘গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে’, ‘মা-মাটি-মানুষের সরকার, আর নেই দরকার।’