কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ০-২ গোলে হেরেছে সাদার্ন সমিতির কাছে।

Written by SNS August 22, 2023 10:37 am

কলকাতা:- কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহনবাগান সুপার জায়ান্ট ০-২ গোলে হেরেছে সাদার্ন সমিতির কাছে। মহমেডান স্পোর্টিং আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে জামেদপুর এফসিকে ৬-০ গোলে হারিয়েও ডুরান্ডের শেষ আটে যেতে পারল না। যার ফলে দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে মোহনবাগান সুপার জায়ান্ট পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। শেষ আটের টিকিট পেতে হলে মহমেডানকে সাত গোলের ব্যবধানে জিততে হতো। শেষরক্ষাও হলো না। ডেভিড লালানলাঙ্গা একাই করলেন চারটি গোল। অপর গোল দুটি করেন এফ লালরেমসাঙ্গা। মহামেডান বি গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ করেছে। জামশেদপুর ৩ ম্যাচে ৩ পয়েন্টের বেশি পায়নি। সূত্রের খবর, টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ৬টি গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে যাবে। এরপর বিভিন্ন গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে যাদের পয়েন্ট বেশি থাকবে সেইমতো তারা পাবে শেষ আটের টিকিট। গুয়াহাটিতে ডাউনটাউন হিরোজ এফসিকে ৩-১ গোলে হারানোয় নর্থইস্ট ইউনাইটেডের পয়েন্ট হয় ৭। কিন্তু গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে থাকতে হয় নর্থইস্টকে। কিন্তু অন্য কোনও গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের সাত পয়েন্ট বা তার বেশি পাওয়ার সম্ভাবনা নেই। সে কারণে দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে থেকে শেষ আটে প্রথম পৌঁছয় নর্থইস্ট। মহামডান যদি সাত গোলে জিততো, তাহলে আজই ছিটকে যেত মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্ট এ গ্রুপে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। কিন্তু মোহনবাগানের গোলপার্থক্য যেখানে ৬, সেখানে সাদা কালো শিবিরের গোলপার্থক্য দাঁড়ায় ৫। ইমামি ইস্টবেঙ্গল, মুম্বই সিটি এফসি, গোকুলম কেরালা এফসি, এফসি গোয়া, চেন্নাইয়িন এফসি বিভিন্ন গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে গিয়েছে। এফ গ্রুপে শীর্ষে রেয়েছে আর্মি রেড। তাদের খেলা রয়েছে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে।