তেজস কাণ্ডারী মোদি, বললেন, ‘গর্বের অনুভূতি’

Written by Sunita Das November 25, 2023 5:11 pm

বেঙ্গালুরু, ২৫ নভেম্বর– তেজাস কাণ্ডারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শনিবার বেঙ্গালুরুতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস ফাইটার জেটে প্রধানমন্ত্রী শুধু চড়লেনই না সেটি প্রায় ৪৫ মিনিট ওড়ালেনও৷ এদিন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের উৎপাদন কারখানায় সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেখানে তিনি উৎপাদন ইউনিটে গিয়ে কাজকর্ম খতিয়ে দেখেন৷ হ্যালের ওই কারখানাতেই রাখা তেজস যুদ্ধবিমানে চডে়ন তিনি৷ তেজস অনুভূতির কথা এক্স হ্যান্ডেলে নিজের বেশ কয়েকটি ছবির সঙ্গে শেয়ার করে প্রধানমন্ত্রী৷ ছবিগুলির ক্যাপশনে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আজ তেজসে চড়লাম৷ অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, আমাদের কঠোর পরিশ্রমের কারণেই আজ আত্মনির্ভরতার ক্ষেত্রে আমরা বাকি দেশের থেকে কম নই৷ ভারতীয় বায়ুসেনা, ডিআরডিও ও হ্যাল এবং সমস্ত ভারতীয়দের অভিনন্দন জানাচ্ছি৷’
মোদী সরকার ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে ব্যাপক উন্নতি হয়েছে৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে তেজস যুদ্ধবিমান৷ ২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার তেজস যুদ্ধবিমান যোগ করা হয়৷ বর্তমানে ভারতীয় বায়ুসেনার ৪৫ স্কোয়াড্রন ও ১৮ স্কোয়াড্রনের অংশ তেজস যুদ্ধবিমান৷
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে আরও ৮৩টি এলসিএ এমকে ১এ এয়ারক্রাফ্ট তৈরি করার জন্য ৩৬ হাজার ৪৬৮ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে৷ আগামী ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই যুদ্ধবিমানগুলি তৈরি করে বায়ুসেনার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা৷
এছাড়া আরও উন্নততর তেজস যুদ্ধবিমান, এলসিএ এমকে২ তৈরি করার জন্যও ৯ হাজার কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ চলতি বছরের জুন মাসে মার্কিন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করা নিয়ে জিই সংস্থার সঙ্গে আলোচনা করেন৷