মুম্বই, ২২ আগস্ট– বিশ্বসুন্দরী বলি নায়িকা ঐশ্বর্য রাইয়ের নীল চোখে মুগ্ধ আসমুদ্রহিমাচল। কিন্তু সুন্দর চোখের রহস্য ফাঁস করে বিপাকে বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের মন্ত্রী বিজয়কুমার গাভিট ।
সম্প্রতি নিজের বিধানসভা কেন্দ্র নন্দুরবারের এক জনসভায় বক্তৃতা দেন বিজয়কুমার গাভিট। সেখানেই তিনি দাবি করেন, নিয়মিত মাছ খাওয়ার কারণেই সুন্দর চোখের অধিকারী হয়েছেন ঐশ্বর্য। অন্যরাও একই কাজ করলে আকর্ষণীয় চোখ এবং ঝলমলে মসৃণ ত্বক পেতে পারেন। মন্ত্রী বলেন, “নিয়মিত মাছ খান যাঁরা, তাঁদের ত্বক হয় মসৃণ। চোখেও দেখা যায় উজ্জ্বল দ্যুতি।” বিজেপি নেতা আরও জানান, কেউ যদি অমন চোখের দিকে তাকান, তবে তিনি তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন। নিজের বক্তব্যে মাছের উপকারিতাও ব্যাখ্যা করেছেন গাভিট। বলেন, “মাছের শরীরে তেল থাকে। তাই মাছ খেলে ত্বক হয় মসৃণ।”
Advertisement
মহারাষ্ট্রের মন্ত্রীর এমনতর ভাষণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার নিচে মজার সব মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি একাধিক রাজনৈতিক নেতার কটাক্ষের মুখে পড়েছেন গাভিট।
Advertisement
Advertisement



