‘কয়েক টুকরা হয়ে যেতে পারে মায়ানমার’

Written by Sunita Das November 9, 2023 7:59 pm

নাইপেইদিউ, ৯ নভেম্বর– চিনের কারণেই নাকি বেশ কয়েক টুকরোয় ভেঙে যেতে চলেছে মায়ানমার৷ এমনটাই জানালেন মায়ানমার সামরিক সরকারের প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে৷ তিনি বললেনে, চিনের সঙ্গে সীমান্ত অঞ্চলে নানা অশান্তির ঘটনায় না পেরে ওঠার কারণে দেশটি ভেঙে টুকরো হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে৷ উত্তর, উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বে জান্তা ঘাঁটিতে গণতন্ত্রপন্থী এবং জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের আক্রমণ বৃদ্ধির কারণে ক্ষমতা টিকিয়ে রাখার চ্যালেঞ্জের মুখে পড়েছে জান্তা সরকার৷ ২০২১ সালে অভু্যত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতায় এসেছিল তারা৷ মায়ানমারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের (এসএসি) প্রেসিডেন্ট মিয়ন্ত সুয়ে বলেন, ‘সীমান্তের বিভিন্ন অংশে সংঘটিত সহিংসতা ঘটনা সরকার যদি কার্যকরভাবে দমন করতে না পারে, তাহলে দেশ কয়েক টুকরা হয়ে যাবে৷’