টানা ৩০ ঘন্টার ধর্নামঞ্চে মমতা 

কলকাতা , ২৯ মার্চ – কেন্দ্রের বঞ্চনা এবং রাজ্যের বকেয়া আদায় এই দুই ইস্যুতে বুধবার থেকে দুদিনের ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১২টা নাগাদ রেড রোডে বি আর আম্বেদকর মূর্তির সামনে দুদিনের ধরনা কর্মসূচি শুরু করেন মমতা। একইদিনে শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ডাকে সভায় বক্তৃতা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র কয়েকশ মিটারের দূরত্বে তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড-ইন-কম্যান্ডের মেগা ইভেন্টের জেরে কলকাতা বুধবার থেকে সরগরম ।

দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিযোগ জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ১০০ দিনের প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র। পাশাপাশি জিএসটি বকেয়া দিচ্ছে না কেন্দ্র, এমনই বিভিন্ন  অভিযোগে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী।বুধবার মমতার সঙ্গে ধরনা মঞ্চে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু , শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, দোলা সেন, জোৎস্না মাণ্ডি, সায়নী ঘোষরা। এদিন মঞ্চে মুখ্যমন্ত্রীর লেখা কবিতা, গানে মুখর ছিল। মঞ্চে সামান্য উঁচু জায়গায় বসেন  মমতা। তাঁকে ঘিরে ছিলেন অন্যান্য  মন্ত্রীরা। পূর্ত দফতরের তৈরী  এই মঞ্চ রেড রোডের চেহারাই পাল্টে দিয়েছে। সকাল থেকেই মানুষের ঢোল নামে এলাকায়।  দলে দলে মানুষ আসেন দূরদূরান্ত থেকে। সর্বত্র  রয়েছে কড়া পুলিশি নজরদারি । রেড রোডে যাতে যান চলাচল ব্যাহত না হয় সকাল থেকেই নিয়ন্ত্রণ করে কলকাতা পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় রেড রোড  চত্বর।