বাংলায় ‘দাওয়াত’ ‘পানি’ শব্দের অনুপ্রবেশে উষ্মা শুভাপ্রসন্নর   

ছেড়ে কথা বললেন না মমতা, মঞ্চেই জবাব  

কলকাতা ,২১ ফেব্রুয়ারি — আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বাংলা ভাষা শহীদ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের অনুষ্ঠানে ছন্দপতন ঘটল। মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি দেশপ্রিয় পার্কের এক সরকারি অনুষ্ঠানে বাংলা ভাষা নিয়ে নিজের বক্তব্য রাখার সময় প্রবীণ শিল্পী শুভাপ্রসন্ন বাংলায় আরবি শব্দের অনুপ্রবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। শিল্পীর মতে ‘দাওয়াত ‘ বা ‘পানি’র মত শব্দের অনুপ্রবেশ বাংলাভাষাকে অবিন্যস্ত করেছে। “বাংলা ভাষায় দাওয়াত বা পানির মত শব্দের অনুপ্রবেশ ঘটছে কিভাবে “?এই প্রশ্ন তোলেন শুভাপ্রসন্ন। তাঁর এই বক্তব্যে হয়তো অনেকেই গুরুত্ব দেননি। কিন্তু নিজের বলার সময় ছেড়ে কথা বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুভাপ্রসন্নকে ব্যক্তিগত ভাবে তিনি শ্রদ্ধা করেন জানিয়েও মুখ্যমন্ত্রী বলেন , ‘‘জল বা ওয়াটারকে কেউ কেউ পানি বলে। এটা আপনাকে মেনে নিতে হবে। মাকে কেউ আম্মা বলে। এটাকে মেনে নিতে হবে।’’ ভাষা মানে যে আসলে যোগাযোগের মাধ্যম তা বোঝাতে মমতা বলেন, ‘‘ল্যাঙ্গুয়েজ মিনস কমিউনিকেশন।’’

দেশপ্রিয় পার্কে ২১ ফেব্রুয়ারি পালনের মঞ্চে বাংলার শিল্পী, সাহিত্যিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত থেকে মনোময়দের গানে ছিল ভাষা দিবসের সুর। গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। কবিতা পাঠ করেন জয় গোস্বামী, সুবোধ সরকার, শ্রীজাত। মাঝে মাঝে ছিল সাহিত্যিক, প্রবান্ধিক, শিল্পীদের বক্তৃতা। গোটা অনুষ্ঠানটাই অবিচল উপস্থিতি ছিল মমতার।