বিজেপি বিরোধী লড়াইয়ে প্রথম রাউন্ডে ৪-৩ গোল ‘টিম ইন্ডিয়া’র, বলছেন মমতা

Written by SNS September 8, 2023 5:48 pm

দিল্লি, ৮ সেপ্টেম্বর– দিল্লির শাসক বিজেপিকে হারিয়ে দেশের ৭ বিধানসভা কেন্দ্রে  ৪ আসন জিতেছে বিরোধীরা । আর জয়কে ইন্ডিয়া জোটের বড় জয় বলেই ব্যাখ্যা বিরোধী শিবিরের প্রথম সারির নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।  বিরোধী জোট গঠনের পর এটাই ছিল প্রথম পরীক্ষা। আর সেই পরীক্ষাতে ভালমতোই উতরে গেল প্রস্তাবিত বিরোধী জোট। প্রথম রাউন্ডে ৭ আসনের মধ্যে ৪টি গেল বিরোধীদের দখলে। আর ৩টি গেল বিজেপির  দখলে। অর্থাৎ প্রথম রাউন্ডের ফল ৪-৩। ইন্ডিয়া জোটের এই ফলাফলকে বড় জয় হিসাবে বর্ণনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ৫ সেপ্টেম্বর মোট ৬ রাজ্যের ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল। এর মধ্যে ত্রিপুরার ২ আসনে দুটিই বিপুল ব্যবধানে জিতেছে বিজেপি। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী ছিল সিপিএম । তাঁদের দাবি ত্রিপুরার ওই দুই আসনে ব্যাপক ছাপ্পা ভোট হয়েছে, এমনকী বিরোধী এজেন্টদেরও বসতে দেওয়া হয়নি। ত্রিপুরা ছাড়া বিজেপি আরেকটা আসন জিতেছে উত্তরাখণ্ডে। ওই আসনটি বিজেপিরই দখলে ছিল। সেখানে এবারে মাত্র ২৪০৫ ভোটে কংগ্রেসকে হারিয়েছে বিজেপি।

যে ৪ আসনে বিরোধীরা জিতেছে তার মধ্যে বাংলায় বিজেপির শক্ত ঘাঁটি ধূপগুড়ি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে যোগীর গড় উত্তরপ্রদেশেও ঘোসি আসনটি ছিনিয়ে নিয়েছে ইন্ডিয়া জোটের সঙ্গী সমাজবাদী পার্টি। সেখানে অখিলেশদের জয়ের ব্যবধানও বড়ই হতে চলেছে। ঝাড়খণ্ডের দুমড়ি আসনটি দখল করেছে সেরাজ্যের শাসকদল জেএমএম। বিজেপির জোটসঙ্গী আজসু পার্টিকে হারিয়েছে হেমন্ত সোরেনের দল। এছাড়া কেরলের পুথুপল্লি আসনটি দখল করেছে কংগ্রেস । সিপিএমকে সেখানে প্রায় ৩৮ হাজার ভোটে হারিয়েছেন কংগ্রেসের চান্ডি ওমেন। বিজেপি ওই কেন্দ্রে জামানত খুইয়েছে।

শুক্রবার দিল্লি উড়ে যাওয়ার পথে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এটা ইন্ডিয়া টিমের বড় জয়। এভাবেই মানুষ আস্তে আস্তে সিদ্ধান্ত নিক, আমি এটাই চাই।” মমতা বলেন, “৭টার মধ্যে ৪টি আমরা জিতেছি। ওরা যে তিনটে জিতেছে তার মধ্যে ত্রিপুরাতেই দুটো। ত্রিপুরার ফল নিয়ে আমার কোনও মাথাব্যাথা নেই। বাকি জায়গায় আমরা ভাল করেছি।”