• facebook
  • twitter
Saturday, 14 September, 2024

সম্পৰ্ক না থাকলেও ‘প্রাক্তন’ আরবাজকে শুভেচ্ছা মালাইকার

মুম্বই,১৯ নভেম্বর– দাম্পত্যে ছেদ পড়লেও সম্পর্কে ছেদ পড়েনি মালাইকা অরোরা ও আরবাজ খানের।  বেশ কিছু বছর তাঁরা আইনত আলাদা। তবে যোগাযোগ বন্ধ হয়নি। আপদে-বিপদে দুজনেই পাশে দাঁড়ান। হ্যাঁ, সম্পর্কটা এখনও এরকমই। একদিকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। অন্যদিকে, আরবাজও জর্জিয়ার প্রেমে হাবুডুবু। দুজনেই জানেন, দুজনের সম্পর্কের কথা। এই নিয়ে কোনও সমস্যাও নেই। আর তাই

মুম্বই,১৯ নভেম্বর– দাম্পত্যে ছেদ পড়লেও সম্পর্কে ছেদ পড়েনি মালাইকা অরোরা ও আরবাজ খানের।  বেশ কিছু বছর তাঁরা আইনত আলাদা। তবে যোগাযোগ বন্ধ হয়নি। আপদে-বিপদে দুজনেই পাশে দাঁড়ান। হ্যাঁ, সম্পর্কটা এখনও এরকমই। একদিকে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। অন্যদিকে, আরবাজও জর্জিয়ার প্রেমে হাবুডুবু। দুজনেই জানেন, দুজনের সম্পর্কের কথা। এই নিয়ে কোনও সমস্যাও নেই। আর তাই তো একে অপরের কাজে প্রশংসা করতে এগিয়েও আসেন মালাইকা ও আরবাজ।

বহুদিন পরে বড়পর্দায় ফিরছেন আরবাজ। তবে শুধু অভিনেতা হিসেবে নয়। বরং ছবিও প্রযোজনা করছেন তিনি। ছবির নাম ‘পাটনা শুক্লা’। সেই ছবির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই আরবাজকে শুভেচ্ছা জানালেন মালাইকা। সেই একই পোস্টে দেখা গেল আরবাজের প্রেমিকা জর্জিয়ার উইশ।