অগ্নিদগ্ধ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিও

কলকাতা,১৯ মার্চ — ফের ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতার বুকে। রবিবার ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে আগুন লাগে। দাউদাউ আগুনের গ্রাসে ইতিমধ্যেই চলে গিয়েছে টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওর একাংশ।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারাই তৎপর হয়ে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তাঁরাই খবর দেন দমকলে ও স্থানীয় রিজেন্ট পার্ক থানায়। এরপর দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দমকলের কর্মীরা চেষ্টা করছে আগুন নেভানোর একইসঙ্গে সেই আগুন যাতে স্টুডিওর অন্যত্র না ছড়িয়ে পড়ে সেই বিষয়েও নজর রাখা হচ্ছে। যেহেতু স্টুডিও ফলে সেট তৈরির অজস্র জিনিস সেখানে মজুত রয়েছে, যার বেশিরভাগই দাহ্য বস্তু দিয়ে তৈরি। তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ধোঁয়ায় তিনজন বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয় তৃণমূল নেতার দাবি।