সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহুয়া মামলার শুনানি, সাংসদ পদ খারিজের বিষয়টি কবে শোনা হবে

Written by Sunita Das December 15, 2023 4:02 pm

মহুয়া মৈত্র (File Photo: IANS)

দিল্লি, ১৫ ডিসেম্বর– পিছিয়ে গেল মহুয়া মৈত্রের সাংসদ পদ ফেরানোর আবদনের শুনানি৷ সুপ্রিম কোর্টে শুক্রবার তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের সাংসদ পদ ফিরে পাওয়ার মামলাটি উঠেলেও সেই শুনানি পিছিয়ে গেল ৩ জানুয়ারিতে৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এস ভি এন ভাটির ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল৷ কিন্ত্ত বিচারপতিদ্বয় জানান, এদিন সকালেই মামলার ফাইল হাতে পেয়েছেন তাঁরা৷ ফাইল পড়তে কিছুটা সময় লাগবে৷ তাই বিচারপতিরা সময় চেয়ে নেন৷
প্রসঙ্গত, বুধবার মহুয়ার মামলাটির দ্রুত শুনানি চেয়ে বিচারপতি সঞ্জয় কিষেণ কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়ার আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি৷ কিন্ত্ত বিচারপতি কউল জানিয়েছিলেন, মামলাটির দ্রুত শুনানি তাঁর পক্ষে সম্ভব নয়৷ মহুয়ার আইনজীবীকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে বলেন৷ তারপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের এজলাসে গিয়ে একই বিষয়ে আর্জি জানান সিঙ্ঘভি৷ যা শুনে বিষয়টি বিবেচনা করা হবে বলে আশ্বাস দেয় সংশ্লিষ্ট এজলাস৷ মহুয়ার আর্জিতে সাড়া দিয়ে শুক্রবারই মামলাটি শুনতে রাজি হয় সুপ্রিম কোর্ট৷
গত কয়েকদিন ধরেই সংসদ এবং দেশের রাজনীতি উত্তাল মহুয়া মৈত্রের প্রশ্ন-ঘুষ কাণ্ডে৷ এথিক্স কমিটির রিপোর্টের ভিত্তিতে ভোটাভুটিতে তাঁর সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার৷ সংসদ থেকে বহিষ্কারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া৷ লোকসভা থেকে বহিষ্কারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তিনি৷