ইম্ফল, ২১ জুলাই – মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটানোর ঘটনায় গ্রেফতার হওয়া মূল অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিল উন্মত্ত জনতা। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি প্রথমে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। তারপর গোটা বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভাইরাল হওয়া ভিডিও ঘিরে ফুঁসছে দেশ। বৃহস্পতিবারই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এখনো পর্যন্ত মোট চারজন এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করেছে পুলিশ।
গত দু’মাসের বেশি সময় ধরে গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুরের পরিস্থিতি। হিংসার কারণে উত্তর-পূর্বের রাজ্যটিতে দেড়শোর বেশি মানুষের মৃত্যু হয়েছে। হিংসাদীর্ণ সেই মণিপুরেই মহিলাদের উপর এই নারকীয় অত্যাচারে গোটা দেশ ব্যথিত, ক্ষুব্ধ। মণিপুরের এই হিংসার ঘটনায় চাপের মুখে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার প্রথমবার মুখ খোলেন ৭৮ দিন পর । এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্টও। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বৃহস্পতিবারই অপরাধীদের মৃত্যুদণ্ডের মতো কড়া শাস্তির দাবি জানান।
Advertisement
Advertisement
Advertisement



