মধ্যপ্রদেশের গুনা জেলায় ঘটেছে এ ঘটনা। সোমবার জেলা পুলিশের দুটি দল চাঁচড়া এবং রাঘোগড় গ্রামের কয়েকটি বিষমদ তৈরির ঠেকের সন্ধান পেয়ে সেখানে তল্লাশিতে গিয়েছিল। সেখানেই তাঁদের চোখে পড়ে এই অভাবনীয় ঘটনা।
এরপরেই ওই কলের কাছে মাটির ৭ ফুট নীচে বসানো বেআইনি মদ ভর্তি বেশ কয়েকটি ট্যাংকের সন্ধান পাওয়া যায়। ট্যাংকগুলিতে কয়েক গ্যালন বেআইনি মদ ভর্তি করা ছিল। পুলিশ জানিয়েছে, বিক্রেতারা ওই কলের মাধ্যমে পাম্প করে মদ বের করে প্লাস্টিকের পাউচে ভরে বেআইনি মদ বিক্রি করত। এছাড়াও গ্রামদুটিতে বেশ কয়েকটি কুঁড়েঘরের মতো দেখতে বাড়ির সন্ধান পেয়েছে পুলিশ, যেগুলি ব্যবহার করা হত মদ জমিয়ে রাখার জন্য। তবে পুলিশি তল্লাশির খবর পেয়ে আগেভাগেই পালিয়ে যায় মদ বিক্রেতারা। বেআইনি মদ তৈরির ব্যবসার জন্য এখনও পর্যন্ত ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
Advertisement
Advertisement
Advertisement



