কিংবদন্তির সত্যজিত রায়ের জন্মদিনে অনুরাগীদের উদ্দেশে উন্মুক্ত বাসভবন, সন্দীপ জানালেন বাবার গল্প নিয়ে ছবি তৈরির পরিকল্পনা

Written by SNS May 2, 2023 2:47 pm

কলকাতা,২ মে — আজ কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন।এই  শুভক্ষণে কিংবদন্তি পরিচালকের ১০৩তম জন্মদিন উপলক্ষে  মঙ্গলবার সকাল থেকেই সত্যজিৎ রায় ধরণীর মোড়ের হলুদ বাড়িটির বাইরে উৎসাহীদের ভিড়। কারণ বছরের এই বিশেষ দিনে রায় বাড়ির দরজা খুলে যায় সত্যজিৎ রায়ের অনুরাগীদের জন্য।সেদিন প্রচন্ড ব্যাস্ততার মধ্যে কাটে সত্যজিৎ রায়ের বাড়ির লোকজনদের। 

বিগত দুবছর অতিমারীর জন্য  রায় বাড়িতে এই বিশেষ দিনে সাধারণের প্রবেশ ছিল বন্ধ। কিন্তু গত বছর থেকে ২ মে সত্যজিৎ রায়ের বাসভবন আবার পরিচিত ছন্দে ফেরে। শুরু হয় অনুরাগীদের আগমন। প্রতি বছর এই দিনে রায় পরিবারের সদস্যদেরও দম ফেলার সময় থাকে না। সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় বললেন, ‘‘এই দিন সকাল থেকে রাত পর্যন্ত অতিথিরা আসতেই থাকেন। তাই ব্যস্ততা লেগেই থাকে।’’

সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ ছবির পরিকল্পনা করেছিলেন ছেলে সন্দীপ। সেই ছবিতে বিরতির আগে একটি ফেলুদা কাহিনি এবং বিরতির পর একটি প্রফেসর শঙ্কুর কাহিনি থাকার কথা ছিল। সন্দীপ বললেন, ‘‘সেই ছবিটা করতে হয়তো আরও তিন বছর সময় লাগবে। আসলে শঙ্কুর গল্প মানেই সেখানে বাজেট একটা বড় বিষয়।’’ তা হলে পরবর্তী ছবি কি ফেলুদাকে নিয়েই? সন্দীপ হেসে বললেন, ‘‘ফেলুদার পরিকল্পনা তো রয়েইছে। পাশাপাশি বাবার ছোট গল্পগুলো নিয়েও ভাবনাচিন্তা চলছে।

অন্য দিকে, মঙ্গলবার সন্দীপের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁরই পর্দার ফেলুদা সব্যসাচী চক্রবর্তী। সত্যজিৎ-সৃষ্ট ফেলুদা চরিত্র সব্যসাচীকে ছোট-বড় নির্বিশেষে সকলের কাছে জনপ্রিয় করে তোলে। সেই প্রসঙ্গ টেনেই বললেন, ‘‘ওঁর সঙ্গে কাজের সৌভাগ্য আমার হয়নি। কিন্তু ওঁর সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’’

অন্য দিকে, সোমবার সত্যজিৎ রায় পরিচালিত ‘মহানগর’ ছবির ৬০ বছর পূর্তি উপলক্ষে রে সোসাইটির উদ্যোগে নন্দনে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। সন্দীপ রায়ের সঙ্গে আলোচনায় যোগ দেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। সত্যজিতের পরিচালনায় ‘মহানগর’ ছবিতে কাজের অভিজ্ঞাতাই তিনি উপস্থিত শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন। আলোচনা সভার শেষে ‘মহানগর’ ছবিটি প্রদর্শিত হয়।