লখিমপুরকাণ্ডে জামিন আশিসের, ৭ দিনের মধ্যে ছাড়তে হবে দিল্লি

Written by SNS January 25, 2023 5:25 pm
ভোপাল, ২৫ জানুয়ারি– জামিন পেল লখিমপুর খেরি কাণ্ডে মূল অভিযুক্ত আশিস মিশ্র । যদিও জামিনের শর্ত হিসেবে তিনি দিল্লি ও উত্তরপ্রদেশে থাকতে পারবেন না। এই শর্তসাপেক্ষে ৮ সপ্তাহ জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে আশিস মিশ্র বা পরিবারের কেউ এই সময় লখিমপুর খেরির ঘটনায় সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করলে, জামিন বাতিল করা হবে। সেই সঙ্গে মন্ত্রীপুত্রকে এক সপ্তাহের মধ্যে উত্তরপ্রদেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জামিনের আবেদন করে এলাহবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন লখিমপুর কাণ্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র । কিন্তু এলাহাবাদ হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আশিস। গত সপ্তাহে সুপ্রিম কোর্টে একটি মামলায় জানিয়েছিল যে, দোষী প্রমাণিত না হলে একজন অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখতে পারবে না।
লখিমপুর খেরি কাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলির উপর মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। ঘটনার জন্য পরিবারগুলির নিশানায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র। বুধবার মামলার শুনানি শুরুতেই আশিসের জামিনের বিরোধিতা করেন ভুক্তভোগীদের আইনজীবী দুষ্যন্ত দাভে। আশিস জামিন পেলে, ঘটনার প্রত্যক্ষদর্শীদের উপর প্রভাব খাটাতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেন তিনি। এছাড়া, সমাজের কাছে একটি ভয়াবহ বার্তা পৌঁছাতে পারে বলেও জানান দাভে।