প্রেসিডেন্সিতে বসেই চিঠি কুন্তলের ,হাইকোর্টে জমা তিনটি হার্ড ডিস্ক, ভিজ়িটর রেজিস্টার খাতা

Written by SNS April 20, 2023 3:03 pm

কলকাতা,২০ এপ্রিল — প্রেসিডেন্সি সংশোধনাগারে বসে ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করে চিঠি লিখেছিলেন কুন্তল। সেখানে বসে কুন্তল জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন ইডি এবং সিবিআই । কুন্তলের অভিযোগ, অভিষেকের নাম বলাতে না পেরে তাঁর উপর শারীরিক অত্যাচার চালিয়েছেন তদন্তকারীরা।বিচারপতি গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা।

হাই কোর্টের বিচারপতি আরও নির্দেশ দিয়েছিলেন, ২১ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারের প্রবেশ এবং বাহিরপথের সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, ওই সময়ের মধ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারে কারা গিয়েছিলেন, তা জানতে ভিজ়িটর্স খাতা জেল কর্তৃপক্ষকে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবারই ছিল সেই মামলার শুনানি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো তিনটি হার্ড ডিস্ক, ভিজ়িটর রেজিস্টার খাতা কলকাতা হাই কোর্টে জমা দেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, এই সব নথি আপাতত হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা থাকবে। কিন্তু এ দিন এই মামলার শুনানি হয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জানান, যে হেতু এই মামলার একটি অংশ বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এখন এই মামলার শুনানি হবে না।