দিল্লি, ১২ এপ্রিল– ৯৯ বছর বয়েসে প্রয়াত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা ধনকুবের কেশব মাহিন্দ্রা। ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশনে’র চেয়ারম্যান পবন গোয়েঙ্কা টুইট করে এই সংবাদ জানিয়েছেন। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার কাকা কেশবের নাম ২০২৩ সালে ফোর্বস প্রকাশিত ভারতীয় ধনকুবেরদের তালিকায় ছিল।
তাঁর প্রয়াণের সংবাদ শেয়ার করার সময় পবন গোয়েঙ্কা লিখেছেন, ‘শিল্পের দুনিয়া তার অন্যতম দীর্ঘাকায় ব্যক্তিত্বকে আজ হারাল। তাঁর সঙ্গে বৈঠক থাকলেই আমি মুখিয়ে থাকতাম। তিনি যেভাবে বাণিজ্য, অর্থনীতি ও সামাজিক বিষয়ে অবদান রেখেছিলেন তা আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছে।’
১৯৪৭ সালে বাবার সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায় যোগ দেন কেশব। ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন সংস্থার চেয়ারম্যান। তিনি অবসর নেওয়ার পর তাঁর ভাইপো আনন্দ মাহিন্দ্রা তাঁর স্থলাভিষিক্ত হন।
Advertisement
Advertisement
Advertisement



