• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

২৭ কেজি কমিয়ে সুস্থ থেকে অসুস্থ নয় তো!  

নিউ ইয়র্ক: এক-দুই নয় মোট ২৭ কেজি৷ ভাবা যায়! মার্কিন গায়িকা এবং টেলিভিশন ব্যক্তিত্ব কেলি ক্লার্কসন করে দেখিয়েছেন এমন চমক৷ ৪১ বছর বয়সী গায়িকা কঠোর ডায়েট করছেন বলে জানা গেছে৷ আর গায়িকার এমন কঠিন ডায়েটে নিয়ে চিন্তিত তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা৷ এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে বলেই মনে করছেন তারা৷ গায়িকার খুব কাছের একজন

নিউ ইয়র্ক: এক-দুই নয় মোট ২৭ কেজি৷ ভাবা যায়! মার্কিন গায়িকা এবং টেলিভিশন ব্যক্তিত্ব কেলি ক্লার্কসন করে দেখিয়েছেন এমন চমক৷ ৪১ বছর বয়সী গায়িকা কঠোর ডায়েট করছেন বলে জানা গেছে৷ আর গায়িকার এমন কঠিন ডায়েটে নিয়ে চিন্তিত তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা৷ এটি তার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে বলেই মনে করছেন তারা৷
গায়িকার খুব কাছের একজন  গায়িকা কঠোর ডায়েটের কারণে তার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে চিন্তা প্রকাশ করে জানিয়েছেন, ‘তিনি খুব কমই খাচ্ছেন৷ এ কারণে তার এত তাড়াতাডি় ওজন কমে গেছে৷ এটি তাকে অসুস্থ করে তুলছে বলে মনে হচ্ছে৷ সে সব সময় ক্লান্ত থাকে, পেটের সমস্যার কথা বলে৷ এমনকি তার মাথা ঘোরায়, যা খুবই ভীতিকর বিষয়৷’
২০১৮ সালে গায়িকা প্রকাশ করেছিলেন যে তিনি অনির্দিষ্ট অটোইমিউন ডিস-অর্ডার এবং থাইরয়েড সমস্যায় ভুগছেন৷ এমন পরিস্থিতিতে তার বন্ধুরা তাকে অতিরিক্ত সতর্ক হওয়ার কথা জানিয়েছেন৷ সূত্রের মতে, কেলির প্রাক্তন ম্যানেজার ও স্বামী, ব্র্যান্ডন ব্ল্যাকস্টকের সঙ্গে গত বছর তার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল৷
এই প্রসঙ্গে কেলির ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ‘প্রথমে সবাই তার ডায়েটকে সমর্থন করেছিল৷ এটা সম্পূর্ণরূপে বোধগম্য যে তিনি তার সেরাটাই অনুভব করতে চান৷ কিন্ত্ত এখন  মনে হচ্ছে সে ওজন কমাতে আসক্ত হয়ে পড়েছে!’
অবশ্য এই প্রথম নয় যে কেলি ওজন কমাতে মরিয়া হয়ে উঠেছেন৷ এর আগে ২০১৮ সালে ১৮ কেজি ওজন কমিয়েছিলেন এই মার্কিন গায়িকা৷ তখন নিজের ওজন কমানোর অনুপ্রেরণা হিসেবে স্টিভেন আর গুন্ড্রির বই ‘দ্য প্ল্যান্ট প্যারাডক্স’কে কৃতিত্ব দিয়েছিলেন তিনি৷