উল্লেখ্য, রবিবার অরবিন্দ কেজরিওয়াল টুইট করেন, “জেলখানা ও ফাঁসি ভগৎ সিংকে তাঁর দৃঢ় সঙ্কল্প থেকে সরাতে পারেনি। এটা স্বাধীনতার দ্বিতীয় লড়াই। মণীশ ও সত্যেন্দ্র আজকের দিনের ভগৎ সিং।” দলের নেতার প্রশংসায় আরও বলেন, “৭৫ বছর পর দেশ একজন শিক্ষামন্ত্রী পেয়েছে যিনি গরিবদের কাছে উন্নত শিক্ষা পৌঁছে দিয়েছে এবং তাঁদের মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগিয়েছে।” কেজরির এমন মন্তব্যেই আপত্তি ভগত সিংয়ের বংশধরের । আপ নেতার প্রতি তাঁর পরামর্শ, তিনি যেন সমস্ত বিযয় রাজনৈতিক ভাবে মোকাবিলা করেন।
হরভজন সিং ধাথের বক্তব্য, বিপ্লবীদের সঙ্গে ‘অপরাধীদের’ তুলনা টানা থেকে বিরত থাকুন কেজরিওয়াল। কেজরিকে ধাথের প্রশ্ন, “যাঁরা দুর্নীতির দায়ে ধরা পড়েছে তাঁদের সঙ্গে একজন বিপ্লবীর তুলনা হবে? আরও বলেন, “শুধু ভগত সিং বলে নয়, কোনও স্বাধীনতা যোদ্ধার সঙ্গে যে কারও তুলনা টানা ঠিক না।”
Advertisement
ভগত সিংয়ের আত্মীয় আরও বলেন, “কোনওদিন ক্ষমতায় আসা তাঁর (ভগৎ সিং) উদ্দেশ্য ছিল না। নচেত তিনি বেঁচে থাকতে পারতেন এবং তাঁকে ফাঁসিতেও ঝুলতে হত না।” কেজরিওলের উদ্দেশে, ভগতের আত্মীয়র পরামর্শ, “পাঞ্জাবের আজকের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত তাঁদের।”
Advertisement
Advertisement



