সম্প্রতি এক সাক্ষাৎকারে করণের মুখে কঙ্গনার প্রশংসা। শুধু তাই নয়, কঙ্গনার প্রসঙ্গ টেনে বলিউডের বহু অভিনেত্রীর প্রশংসা করেন করণ। তবে যেভাবে কঙ্গনা প্রযোজনা সামলে, অভিনয় করছেন, তা নিয়ে বেশ উৎসাহি। এই সাক্ষাৎকারে ‘ও মাই গড ২’, ‘গদর ২’ -এর ব্যবসায় খুশির কথাও জানান করণ। তবে কঙ্গনার প্রসঙ্গ আসতেই করণ স্পষ্ট জানান, অনেক ছবি দেখার জন্য়ই অধীর আগ্রহে বসে আছি। যার মধ্য়ে কঙ্গনার এমারজেন্সি সবার উপরে। ছবিতে কঙ্গনার লুক দারুণ। তবে শুধুই অভিনয় নয়, এই ছবি কঙ্গনা তৈরি করছেন নিজের হাতে। পরিচালক সাই কবীরের হাত থেকে পরিচালনার দায়িত্ব ছিনিয়ে নিয়ে কঙ্গনাই এই ‘এমার্জেন্সি’র পরিচালক।
বিতর্ক একপাশে থাকুক। অভিনয়ে যে কঙ্গনা এখনও বাজিমাত করতে পারে তাঁর সমসাময়িকদের। তা ফের প্রমাণ করলেন কঙ্গনা । নতুন ছবি ‘এমার্জেন্সি’র প্রথম লুক প্রকাশ্যে আসতেই ফের খবরের শিরোনামে কঙ্গনা রানাউত । মাথায় কাঁচা-পাকা চুল, সামান্য মেকআপ, প্রস্থেথিক লুকে ইন্দিরা গান্ধির লুক কঙ্গনা সবার নজর কেড়ে নিলেন। মাত্র ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে কঙ্গনা প্রমাণ করে দিলেন সিনেমার পর্দায় ইন্দিরা চরিত্র তাঁর জন্যই যেন তৈরি হয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



