চেন্নাই, ২৪ নভেম্বর– অসুস্থ কমল হাসান। চেন্নাইয়ের হাসপাতালে ভরতি কিংবদন্তি অভিনেতা। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে হাসপাতালে যান অভিনেতা। তবে গত ২৩ নভেম্বর থেকে জ্বরে ভুগছেন তিনি। তাই চিকিৎসকরা তাঁকে ভরতি হওয়ার পরামর্শ দেন। সেই মতো বুধবার রাতে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র হাসপাতালে তিনি ভরতি হয়ে যান। সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারের মধ্যেই হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। আপাতত কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
অভিনয়ের মাধ্যমে লাখো লাখো দর্শকের মন জয় করেছেন কমল হাসান। শুধু অভিনেতাই নন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা, লেখালেখির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি। রাজনীতির আঙিনাতেও তাঁর অবাধ বিচরণ।
Advertisement
চলতি বছর হাতে বেশ ভালই কাজ রয়েছে কমল হাসানের। বিগ বস তামিল সিজন ৬-এর শুটিং নিয়ে বেজায় ব্যস্ত তিনি। দক্ষিণের বিখ্যাত এই শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন কমল। সম্প্রতি হায়দরাবাদে বিখ্যাত পরিচালক কে বিশ্বনাথের সঙ্গে দেখা করতে দেখা যায় কমল হাসানকে। হায়দরাবাদে গিয়ে তাঁর সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। শংকরের ‘ইন্ডিয়ান ২’ ছবিতেও কাজ করছেন কমল। মণিরত্নমের ‘কেএইচ ২৩৪’ ছবির শুটিংও খুব তাড়াতাড়ি শুরু হওয়ার কথা। ‘বিক্রম’ ছবিও চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালে ওই ছবিরই সিক্যুয়াল আসার কথা।
Advertisement
Advertisement



