প্যারোল শেষে জেলে ফিরেই গুরুতর অসুস্থ কালীঘাটের কাকু, চিকিৎসা এসএসকেএম-এ   

Written by SNS July 17, 2023 3:05 pm
কলকাতা, ১৭ জুলাই –  প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়লেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র।। সোমবার প্রেসিডেন্সি জেলে ইডি আধিকারিকদের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। সূত্রের খবর, তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা হাই কোর্টের নির্দেশমতো সোমবারই প্যারোলের মেয়াদ হয় সুজয়কৃষ্ণ ভদ্রের। আর তারপরই প্রেসিডেন্সি জেলে ফেরেন ‘কালীঘাটের কাকু’। সকাল ১১টা নাগাদ জেলে ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বুকে ব্যাথা সরু হয়, তিনি বমি করতে শুরু করেন। জেল কর্তৃপক্ষ এবং জেল হাসপাতালের চিকিৎসকদের ডেকে আনা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইডি আধিকারিক এবং জেল কর্তৃপক্ষের যৌথ সম্মতিতে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর। জানা গেছে তাঁর ব্লাড সুগার লেবেল কমে যায়, রক্তচাপজনিত সমস্যাও রয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত সুজয়কে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা। তাঁকে ইসিজি করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর মৃত্যু হয়।তিনি দীর্ঘ সময় ধরে অসুস্থ ছিলেন। সুজয়কৃষ্ণ ভদ্র জেল হেফাজতে থাকায় বীণা দেবীর দেখাশুনো করেছেন তাঁর মেয়ে। মৃত্যুর সময় স্ত্রীর পাশে থাকতে পারেননি সুজয়। প্রেসিডেন্সি জেলে বন্দি থাকাকালীনই স্ত্রীর মৃত্যু সংবাদ পান। এর পর তিনি জামিনের আবেদন করেন। কিন্তু কলকাতা হাই কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। তবে স্ত্রীর মৃত্যুর পর প্যারোলে মুক্তি দেওয়া হয় তাঁকে। পরে পারলৌকিক ক্রিয়ার জন্য প্যারোলের মেয়াদ আরও কিছু দিন বাড়িয়ে দেওয়া হয়। মুক্তি দিলেও আদালতের নির্দেশমতো ‘কালীঘাটের কাকু’র প্যারোলের মেয়াদকাল ছিল শর্তাধীন।