অযোগ্যদের চাকরির প্রস্তাব নিয়ে আদালতে আবেদন ,ক্ষোভ প্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের  

Written by SNS November 28, 2022 2:42 pm

কলকাতা ,২৮ নভেম্বর — শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর অযোগ্যদের চাকরি না কেড়ে নেওয়ার  মন্তব্যে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ইতিমধ্যেই এই ব্যাপারে স্কুল সার্ভিসের মাধ্যমে অযোগ্যদের চাকরি দেওয়ার ব্যাপারে আদালতে পেশ করা আবেদন নিয়ে কড়া পর্যবেক্ষণ জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ওই সুপারিশের নেপথ্যে কার মস্তিষ্ক ছিল তা খুঁজে বের করতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি।এইবার সেই ব্যাপার নিয়ে তার পুরোপুরি সুযোগ নিতে চলেছে বিজেপি ।গোটা মন্ত্রিসভার ইস্তফা চেয়ে সোমবার বিধানসভায় আলোচনা চেয়েছিলেন তাঁরা।স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাতে অনুমতি না দিলে সভা থেকে ওয়াকআউট করে বাইরে স্লোগান দিতে শুরু করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা।

এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর তিন সপ্তাহে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।সেই স্থগিতাদেশ থাকলেও গোটা ব্যাপারটা বিরোধী রাজনৈতিক দলগুলিকে রসদ জুগিয়েছে।সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ও মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর উপস্থিতিতে মন্ত্রিসভায় এই প্রস্তাব পাশ হয়েছে।তাই গোটা মন্ত্রিসভারই ইস্তফা চাই।

 বিচারপতি গঙ্গোপাধ্যায় কথায় সাফ প্রকাশ পাচ্ছে যে, কেন অনৈতিক ভাবে যারা চাকরি পেয়েছে তাদের জন্য সরকার বছরে ২৬০ কোটি টাকা কেন অযোগ্যদের জন্য খরচ হবে? এভাবে অযোগ্যদের চাকরিতে রেখে দেওয়ার ব্যাপারে আদালতে আবেদনই বা করা হবে কেন?  এ কথা বলে কদিন আগে তাঁর পর্যবেক্ষণে তৃণমূলের নির্বাচনী প্রতীক খারিজের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পর বিষয়টি আদালতে অবশ্য এখন থমকে আছে। তবে বিজেপি এখন তা রাজনৈতিক হাতিয়ার করে নিতে চাইছে।