নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার ,প্রশ্ন তদন্তে সমস্যা কোথায় ?

কলকাতা,৮ মে — চলতি মাসের শুরুতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরানো হয় নিয়োগ সংক্রান্ত দুটি মামলা। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আদালতে ওঠা নিয়ে ও তাঁকে প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা জেরা করার ব্যাপারে বিচারপতি গঙ্গোপাধ্যায় সোচ্চার হয়েছিলেন। এবং এই মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। যারপরই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুটি মামলায় বিচারের ভার ন্যস্ত করহে বিচারপতি সিনহার বেঞ্চে। সেই দুটি মামলা গিয়ে পৌঁছায় অমৃতা সিনহার বেঞ্চে। মামলার শুনানিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতে তাঁকে তদন্তে সহযোগিতা করার বার্তা দিয়ে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায় ? ’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার ।‘তদন্তকারী সংস্থা যে কোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে, এতে অসুবিধা কীসের ? তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়?’ প্রশ্ন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার।পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করার নির্দেশ।