কলকাতা হাইকোর্টে জিতেন্দ্রর জামিন ,আদালতের শর্তসাপেক্ষ নির্দেশ জিতেন্দ্রকে 

Written by SNS April 10, 2023 2:48 pm
 আসানসোল,১০ এপ্রিল — শেষমেশ জামিন পেলেন কম্বল বিতরণ কাণ্ডে অভিযুক্ত আসানসোলের জিতেন্দ্র তিওয়ারি। কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন জিতেন্দ্র ।গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়। হুড়োহুড়ির মধ্যে প্রাণ যায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রী-সহ তিন জনের। ২৭ নম্বর ওয়ার্ডের ওই অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন, স্থানীয় বিজেপি কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি, যিনি জিতেন্দ্রর স্ত্রী। ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলেন শুভেন্দু অধিকারীও। তিনি বেরিয়ে যাওয়ার পরই হুলস্থুল বাধে বলে জানা যায়।ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। 

আদালতের দেওয়া জামিনের পাশাপাশি কতগুলি নির্দেশ দিয়েছেন সেগুলি হল জিতেন্দ্রকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে। কোন তথ্য প্রমাণ নষ্ট করা যাবে না’, কোনো সাক্ষীকে  ভয় দেখানো যাবে না। আসানসোল পুরসভা এলাকায় প্রবেশ করবেন না জিতেন তিওয়ারি’, নির্দেশ দিল আদালত।অপরদিকে, সম্প্রতি তিনি রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বেরনোর সময় করলেন চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেছিলেন, ‘ আপনারা চক্রান্ত করছেন। আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন।