• facebook
  • twitter
Friday, 6 December, 2024

সতীশের মৃত্যু নিয়ে সত্যি বলছেন সানভি ? বিকাশ মালুর স্ত্রীকে সমন করল পুলিশ 

দিল্লি, ১৩ মার্চ — চলচিত্র শিল্পী সতীশ কৌশিকের মৃত্যু তদন্তে  বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীকে তলব করা হয়েছে।  বিকাশ মালুর এই স্ত্রী সানভি দাবি করেছিলেন যে, ১৫ কোটি টাকার জন্য সতীশ কৌশিককে খুন করেন তাঁর স্বামী। শক্তিবর্ধক ওষুধ খাইয়ে সতীশ কৌশিককে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিকাশ মালুর স্ত্রী সানভি। তাঁর দাবি ছিল, সতীশ কৌশিকের

দিল্লি, ১৩ মার্চ — চলচিত্র শিল্পী সতীশ কৌশিকের মৃত্যু তদন্তে  বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রীকে তলব করা হয়েছে।  বিকাশ মালুর এই স্ত্রী সানভি দাবি করেছিলেন যে, ১৫ কোটি টাকার জন্য সতীশ কৌশিককে খুন করেন তাঁর স্বামী। শক্তিবর্ধক ওষুধ খাইয়ে সতীশ কৌশিককে খুন করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিকাশ মালুর স্ত্রী সানভি। তাঁর দাবি ছিল, সতীশ কৌশিকের কাছ থেকে ধার নেওয়া ১৫ কোটি টাকা ফেরত দিতে চাননি বলেই তাঁকে বিষ দিয়েছেন বিকাশ। তাঁর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সানভির জবানবন্দি রেকর্ড করার জন্য দিল্লি পুলিশের তরফে তাঁকে সোমবার তলব করা হয়েছিল। কিন্তু হাজিরা দেননি সানভি। তদন্তকারী অফিসারকে না সরালে পুলিশের ডাকে তিনি সারা দেবেন না বলে আগেই জানিয়েছিলেন। ফের তাঁকে তলব করা হয়েছে আজ।

পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকেই হয়েই মৃত্যু হয়েছে সতীশের। যদিও এখনও ফরেন্সিক রিপোর্ট আসা বাকি। তদন্তকারীরা বলছেন, এখনও অবধি সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সানভির দাবি অনুযায়ী, নিজের ব্যবসায় বিনিয়োগের জন্য সতীশ কৌশিকের থেকে ১৫কোটি টাকা ধার নিয়েছিলেন বিকাশ মালু, আর সেটা প্রায় তিন বছর আগে। তবে বিকাশ সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। তা নিয়েই সতীশ ও বিকাশের মধ্যে ঝামেলা বেঁধেছিল। দুবাইয়ের বাড়িতে গত অগস্টে টাকা নিয়ে ঝগড়া হয় সতীশ ও বিকাশের। সেসময় সানভি নিজেও সেখানে উপস্থিত ছিলেন। বিকাশ নাকি বলেছিলেন, দেশে ফিরে টাকা ফেরত দেবেন সতীশকে। সানভির এই বক্তব্যের সারবত্তা কতটা তা জানতে চায় পুলিশ।  সেই কারণেই তাঁকে সমন করল দিল্লি পুলিশ।