চলে গেলেন ভারতের ‘স্টিল ম্যান’, ৮৬ বছর বয়সে প্রয়াত শিল্পপতি জামশেদ ইরানি

Written by SNS November 1, 2022 5:20 pm

জামসেদপুর, ২ নভেম্বর– প্রয়াত ভারতের স্টিল ম্যান শিল্পপতি জামশেদ জিজি ইরানি। দেশের ইস্পাত শিল্পে বিশেষ অবদানের জন্য তাঁকে বলা হত ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’। সোমবার রাত ১০টা নাগাদ ৮৬ বছর বয়সে জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। পদ্মভূষণ  জামশেদ জি-র মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছে টাটা স্টিল।

ইরানির মৃত্যুতে শোকপ্রকাশ করে টাটা স্টিল টুইট করে, “পদ্মভূষণ জামশেদ জে ইরানির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ভারতের ‘স্টিল ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তাঁর পরিবার এবং নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সংস্থা টাটা স্টিল।’’ বলা বাহুল্য কেবল টাটা স্টিল নয়, দেশের গোটা শিল্পমহল ইরানির মৃত্যুতে শোকস্তব্ধ।