গত দেড় মাসব্যাপী বিশ্বকাপ ক্রিকেটে ঘরের মাঠে ১০টি ম্যাচে জয়ী হন রোহিতরা। তবে ফাইনালেই হার । আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অজিদের কাছে পরাজিত হয় ভারত। এ প্রসঙ্গেই মঙ্গলবার অখিলেশ যাদব ওই উক্তি করেন।
এদিকে, মঙ্গলবারই ফাইনালের হার নিয়ে মোদিকেই কাঠগড়ায় তুলেছিলেন রাহুল। রাজস্থানের জালোরে এক জনসভায় মজাচ্ছলে তিনি বলেন, ”আমাদের ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট করে দিল।” নাম না করে তিনি নরেন্দ্র মোদিকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেন। নিজের ভাষণে মোদির নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু তাঁর নিশানা যে মোদিই, সেসম্পর্কে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এবার অখিলেশও খোঁচা দিলেন গেরুয়া শিবিরকে।
Advertisement
এদিকে, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, বিশ্বকাপ স্বপ্নের সমাধি হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলার জন্যই। একরাশ হতাশা নিয়ে রবিবার রাতে বাড়ি ফিরে যেতে হয়েছে ক্রিকেটপ্রেমীদের। কারণ উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দাবি, নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বদলে মুম্বইয়ের ওয়াংখেড়ে কিংবা কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে ভারত হয়তো জিতে যেত।
Advertisement
Advertisement



